সীমান্তে মানুষ হত্যা বন্ধ কর ~ সেদিন প্রচণ্ড বৃষ্টিতে কোনমতে একটি পাবলিক বাসে উঠে দেখি কোথাও সামান্য পা ফেলার জায়গা নাই। এর মধ্য সিট পাওয়া বাঘের চোখের সমতুল্য। কিন্তু তারপরেও কপালের জোরে সেই বাঘের চোখ পেয়ে গেলাম। যদিও সিট কাভার নাই, তবুও সেদিকে নজরই যায় নাই।
~ পরের দিন বৃষ্টিমুক্ত।
বাসে উঠে দেখি বসার মত অনেক সিট ফাকা। সবচেয়ে কমফরট্যাবল সিট বাছাই করার জন্য প্রয়োজনীয় ক্যালকুলেশন করতে লাগলাম। রোদ, ঝাঁকি, ভিড় সব ফ্যক্টর মিলিয়ে একটি সিট বাছাই করে তাতে বসে পড়লাম। তার পরেও মনের ভতর খুতখুতে একটা ভাব থেকে গেল যেন অন্যটা ভাল। কোন মতেই পূর্বের দিনের মত ফিলিংস পাচ্ছিলাম না।
------------------------ এটাকে আমার মানসিক অস্থিরতা হিসেবে চিহ্নিত করে এর সমাধানে ডুবে গেলাম। পরবর্তীতেই মনে পড়ল মানুষের Survival Instinct এর কথা।
প্রতিটা মানুষের ক্ষেত্রে একটি কমন চিন্তা থাকে তা হল নিজেকে সর্বদা তার সাধ্যের মধ্য সবচেয়ে ভাল অবস্থায় নেয়ার পরিকল্পনা। এর সুত্র ধরেই মানুষ তার কল্পিত/চিত্রিত পথ ধরে এগুতে থাকে এবং নিজেকে প্রতিষ্ঠার যুদ্ধে অবতীর্ণ হয়। যতক্ষণ সে তার কাঙ্খিত অবস্থানে নিজেকে না পায়, তার মধ্য এক অস্থিরতা কাজ করবে।
এটাই মানুষের Survival Instinct ।
নিজের অবস্থান আপডেট করার স্টাইল বিভিন্য মানুষের ক্ষেত্রে বিভিন্য রকম। কারও মানদণ্ড টাকা-পয়সা, কারও বা ভাল ব্যাক্তিত্ব, কারও বা ভাল রাজনৈতিক অবস্থান, ভাল ছাত্র, ভাল টেকনোলজিক্যাল সাপোর্ট ইত্যাদি। যাইহোক, সবচেয়ে মজার ব্যাপার যেটা তা হল কোন মানুষ তার এই প্রবৃত্তি পরিপূর্ণ করতে পারে না। একটা চাহিদা পুরন হবার সাথে সাথে আরেকটি নতুন আইটেম লিস্টে চলে আসে।
প্রবৃত্তি মানুষের মত পশুপাখিরও আছে। তবে আমরা আমাদের চিন্তা দ্বারা সহজেই এই প্রবৃত্তিকে দমন করতে পারি। কেও যদি তার এই প্রবৃত্তির পেছনে ছুটতেই থাকে, তবে মৃত্যু অবধি তা থামবে না। সুতরাং, নিয়ন্ত্রণই এর একমাত্র উপায়।
এই সব সাত-পাচ ভাবতে ভাবতে দেখি বাকি সিট গুলিও পূরণ হয়ে গেল।
এখন আর একটুও খারাপ লাগছে ন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।