ডান বলে যাসনে বামে,বাম বলে ডানে! মুভিটি ৯০ দশকের।অথচ গানটা শুনলে মনেই হবেনা।অসাধারন সব সুর সঙ্গীতের কাজ হয়েছিল আমাদের এখানে একসময়।গতবছরের অনেক মুভির গান ই এখন মনে রাখা যায়না।অথচ ২০ বছর আগের মুভির গানে সে কি সুর।কথায় কত মায়া। যতবার শুনি ততবার ই আমার কান্না পায়।কিন্তু তারপর ও এই গান শোনা বন্ধ করিনা। আশা করি আপনাদের বেলায় ও এর ব্যাতিক্রম হবেনা! টাকায় যায়না কেনা বন্ধু কোথাও.... সে শুধু কপাল গুনে মেলে দুনিয়াতে তুমি যে বন্ধু বন্ধু আমার! ছোটকালের গানটাও শুনেন। বাচ্চাদের অভিনয়েও কি মায়া!!! বাংলাদেশের সকল বন্ধুদের এই গানটা উৎসর্গ করলাম আজ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।