ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়ে শিরোনাম হয়েছিলেন মোহাম্মদ আসিফ। এবার ফের শিরোনাম হলেন তিনি। শোনা যাচ্ছে নিষিদ্ধ এই পাক পেসার মোহাম্মদ আসিফ সিনেমায় নামবেন।
স্পট ফিক্সিংয়ের জন্য ২০১০ সাল থেকে পাঁচ বছরের জন্য আসিফকে নিষিদ্ধ করা হয়। এবার ভারত-পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি ছবি 'ইন্ডিয়া মে পাকিস্তান'-এ অভিষেক হতে চলেছে তার।
এ প্রসঙ্গে আসিফ বলেছেন, এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। তাই প্রস্তাবটা গ্রহণ করলাম। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, শুধু টাকার জন্য এমন কাজের সঙ্গে নিজেকে জড়াননি তিনি। আসিফ মনে করেন, ছবির প্রয়োজনে তিনি নাচ ও গান দুটোই করতে রাজী।
সিনেমার পরিচালক আক্রম আখতার জানিয়েছেন, দু'দেশের মৈত্রীর বন্ধন দৃঢ় করতেই এমন প্রজেক্ট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।