আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু দিবস...... আমার বন্ধুরা, জানি তোদের কিছু বলতে হয়না, তারপরও কিছু কথা থেকে যায়

যখন আকাশের ঘন কালো আঁধার করা মেঘের রাজ্যে ডানা ঝাঁপটাতে পাখির আর ভালো লাগে না, তখন তৃর্ষ্ণার্ত পায়েল পড়া পাখির খুব সাধ জাগে রিমঝিম বৃষ্টির গানের সুরে ভিজতে কিংবা অপলক দেখতে রোদ্দুর হাসি। বৃষ্টি, রংধনু কিংবা রোদ নামধারী ওরা সবাই আসলে পাখির বন্ধু, কখনও বা আঁধার করা মেঘও। “ বন্ধু ’’ হলো এমনই একটা স্বচছ আয়না যাকে বলতে হয় না, বোঝাতে হয় না, অনুরোধ করতে হয় না কিংবা প্রয়োজন হয় না উপদেশ দিয়ে মনের কথা প্রকাশ করার। পারস্পরিক সমঝোতা, শ্রদ্ধাবোধ এবং ভালোবাসার অগাধ বিশ্বাসের সেতুবন্ধন হলো বন্ধুত্ব। বন্ধুত্বের দুয়ার এতটাই বিশাল যে, বয়স, ধর্ম, গোত্র হিংসা, স্বার্থপরতা, লোভ, সব কিছুর উর্ধ্বে পবিত্র এই সম্পর্ক হয়ে থাকে বাবা- মায়ের সাথে, ভাই-বোনের সাথে, সহপাঠীর সাথে, সহকর্মীর সাথে, বিশ্বের অন্য প্রান্তে না দেখা কারও সাথে কিংবা কাজের ফাঁকে প্রিয় লেখকের কোনো উপন্যাস বা কবিতার বইয়ের সাথে, অথবা গরম গরম এক চুমুক চায়ের কাপের সাথে, আবার কখনওবা গিটারের টুং টাং আওয়াজের সাথে, কিংবা শখের ডায়রির সাথে, এমনকি হতে পারে মায়াবী স্নিগ্ধ প্রকৃতির সাথেও। চলো বন্ধু, আমরা সাম্যের গান গেয়ে দুঃখের অবসান ঘটিয়ে আবারো ছিনিয়ে আনি নতুন সূর্য। সকল বন্ধু সকল বন্ধুর পাশে থেকে ঐক্যের টানে ভালোবাসার আহ্বানে হাত বাড়িয়ে দিই সেই বন্ধুটির দিকে যার খুব প্রয়োজন শুধু একটুখানি ভালোবাসার পরশ। হয়তবা এর বিনিময়ে সে আবারও ফিরে পাবে নিজেকে, জেগে উঠবে বাঁচার সাধ তার চোখ জোড়া খুঁজে ফিরবে রঙধনুর সাত রঙ!!! সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা ... কালেক্টেড.........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.