আমাদের কথা খুঁজে নিন

   

আত্মার অংশ (০১.১১.০৯)(রাত ১২টা ১৫)

হ মহাকালে যামুই তোমার দেহের গন্ধ হয়তোবা অনেকেই নেয় কিন্তু তারা কি তোমার আত্মাকে চেনে তোমার স্পর্শ হয়তোবা অনেকেই পায় তারা কি তোমার স্বকীয়তা বোঝে তোমার পরিচিত অনেক মানুষ কিন্তু তারা কি তোমার রক্ত চেনে তোমায় তো অনেকেই দেখে সবাই কি তোমায় বুঝতে পারে তোমার কাছে অনেকেই থাকে কিন্তু সবাই কি তোমার ভালবাসা পায় তোমার অনুভুতি হয়তোবা সরল সবাই কি তা অনুভব করতে পারে আত্মাতেই স্বকীয়তা পূর্ণতাই ভালবাসা সৃষ্টিতেই আনন্দ সততাই বেচে থাকা তোমার দেহের গন্ধ তোমার আত্মা তোমার স্পর্শ তোমার স্বকীয়তা তোমার রক্ত তোমার ভালবাসা তোমার অনুভুতি সব বুঝবে যদি কেউ তোমার আত্মার অংশ হয়ে থাকে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।