আমাদের কথা খুঁজে নিন

   

আত্মার বিলাপ

স্বাধীনতা আজ কাঁদিয়া বলছে আঁচলেতে মুখ ঢাকি, কিসের লাগিয়া ঐ পতাকা রক্তে দিয়াছি আঁকি। কবর হইতে মুক্তি সেনাদের আত্মা বিলাপ করে, কোন হানাদার আমার দেশের মানুষ হত্যা করে । ওহে বি ডি আর উপড়ে আনো ঐ শকুনের চোখ, যাদের খুনেই হারিয়ে যায় আজ কত বাঙ্গালির মুখ। এইতো সেদিন ফেলানী নামের একটি গোলাপ ফুল, ঝরিয়ে দিলো ঐ বি এস এফ বেইমান সংকুল। আরো কত প্রান ঝরিতে দেখিবো হৃদয় ডুকরে ওঠে, আজো কেনো এই পরাধীনতা পিছন পিছনে ছোটে। আজো কেনো প্রান অকারণে ঝরে স্বাধীন দেশের পরে, এমন দৃশ্য আবার কেনো মোদের শানিত করে। বি ডি আর তোরা শফত করো স্বাধীনতা রক্ষার, জীবনের দামে দিতে হবে তবু মানুষর অধিকার। ----------------- কবি : আনোয়ারুল মুহছেনীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।