আমাদের কথা খুঁজে নিন

   

আত্মার গান / তুমি আমি

আত্মার গান বাঁশঝাড়ে শোনা যায় কালপেঁচা-কণ্ঠস্বর কী কথা—না কাজের! না অহেতুক! উসখুস মনোআঙিনা—প্রাণঘাতীদূত চোখে যেমন অনবরত ঘড়ির সিঁড়ি বেয়ে সময়। তুমি আমি এখানে আলো নেই এখানে অন্ধকার নেই এখানে আশা নেই এখানে নিরাশা নেই এখানে জ্ঞান নেই এখানে অন্ধত্ব নেই এখানে প্রেম নেই এখানে ঈর্ষা নেই এখানে সৌন্দর্য নেই এখানে চতুরতা নেই এখানে প্রাণ নেই এখানে কৃত্রিমতা নেই এখানে সত্য নেই এখানে মিথ্যা নেই এখানে দাস নেই এখানে মালিক নেই এখানে কান্না নেই এখানে হাসি নেই জীবন ও মৃত্যুর মধ্যে ভেদরেখা নেই এখানে। এখানে শুধু তুমি আর আমি এবং আমাদের পৃথিবী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।