আমাদের কথা খুঁজে নিন

   

আত্মার প্রতধ্বনি .......!!!!

মানুষ এগিয়ে যায় অন্য সময়ে আকাশ বদলে যায় অন্য আকাশে ঘর গোছাতে গোছাতে হাতে এলো কবিতার খাতা তোর দেয়া সেই কবিতার খাতা। বহু বছর সাজানো ছিল বই তাকে খুব যত্ন করেই ভুলে থাকা। ধুলোর আস্তরণ ঝাড়তে গিয়েই জানান দিল অস্তিত্ব পাতা গুল আজো ফাকা নিঃসঙ্গ। মনে হল কি যেন বলতে চাইছে আমায় খেয়ালী মন কবিতা লিখবে। তোমায় বলতেই হেসে উঠলে, কবিতা!!!!! সে তো প্রেমিকের প্রলাপ, বললে।

ইদানীং আমি বড্ড অগোছালো ভাবছি তোর ভালবাসা ফিরে গেল আগের ঠিকানায়। javascript:void(1); পঞ্চ বাঞ্জন না হলে যে চলে না, আমিষ নিরামিষ সব চাই। গুছিয়ে নেয়া রান্নার সরঞ্জামে টুংটাং শব্দ, বেজে উঠল কুকারের সিটি, মনে করিয়ে দিল গৌরীপুর জংশন। রেল রাস্তা , হাত ধরে দুজনের হেটে চলা রবিদের পুকুর পার , শিউলি কুড়ানো ভুল করে কোন ফুল মারিয়ে দুঃখ পাওয়া, ভাল লাগা কে আহত করার অপরাধে অপরাধী হওয়া। বুনো খরগোসের কথা মনে আছে তোর ? সাদা খরগোস দেখলেই আমরা ছুটে যেতাম ধরতে পারিনি কখনো , শুকনো পাতা মড়মড়িয়ে পালিয়ে যেত।

নিজেদের হারিয়ে ফেলতাম অরণ্য বাকে, দাদুর সেই ভয় পাওয়া বকুনি !! শেষ বার যেদিন খাতাটা দিয়েছিলি, আমরা হাঁটছিলাম নিশ্চুপ, অবাক হয়ে বললি, দেখ বুনো খরগোসটা আমাদের অনসুরণ করছে সেদিন যেন ওর ও মন খারাপ ছিল !!!! কলিং বেল বেজে উঠতেই পরে গেল কলম টা চোখ পড়লো তোর খাতায় , কখন যে সেখানে এত আঁকিবুঁকি করেছি ? শুধু একটি কথাই লেখা হয় নি বড্ড ভালবাসা ছিল দুটি আত্মার !!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।