জীবনকে দেখছি প্রতিদিন, প্রতিমুহুর্তে, প্রতিটা বাঁক থেকে।।
অস্পষ্ট চোখে দিবাকরের অগ্নিঝরা আলোতে
তোমায় খুজে বেরিয়েছি সহস্র মাইল।
দিসাহারা আজ আমি বসে আছি বটতলে
দূরে মরিচিকায় দেখি তোমার ছায়া
ক্লান্ত আমি অবস হয়ে আছে এই দেহ
তুমি বিনা মৃত্যুর কাছেও আজ অবহেলিত!
ফিরে এসো প্রিয়ে, বসে আছি তোমার প্রতিক্ষায়
মুক্তি দাও এই থমকে যাওয়া আত্মার।
ওহে প্রেম দেবী দিয়ে যাও একটু স্পর্শ আবার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।