আমাদের কথা খুঁজে নিন

   

আমার বন্ধু নয়ন !!!

আজ বন্ধু দিবসে বন্ধু নিয়ে কিছু কথা না লিখলেই নয় । জীবনে অনেক বন্ধু এসেছে,আবার অনেককে হারিয়েও ফেলেছি । অনেক বন্ধুর মাঝে সবারই একজন বন্ধু থাকে যে বন্ধু আর সব বন্ধু থেকে আলাদা । আমি সেই বন্ধুর কথাই বলবো আজ । ওর নাম নয়ন ।

বাবা আমাদের এলাকার সবার পরিচিত তোফাজ্জেল হোসেন । সবাই তোফাজ্জেল স্যার বলেই চিনে । সাদা মনের মানুষ প্রতিযোগিতা হলে উনি প্রথম হবেন লিখে দিতে পারি । নয়ন রা দুই ভাই এক বোন । বোনের বিয়ে হয়েছে ।

সুখি সংসার । নয়ন ও নিজেকে সুখি মানুষ বলেই দাবি করে । কিছু মেয়েলি ব্যাপার ছাড়া । নয়ন সাথে আমার পরিচয় সেভেন এ পড়া অবস্থাই। ওরা আমাদের বাসায় ভাড়া থাকতো ।

একই ক্লাসে পড়তাম এজন্য আগেই হাই হ্যালো ছিলো । আমাদের বাড়িতে ভাড়া আসার পর স্বভাবত সম্পর্কটা গভীর হলো । আমার আব্বু তোফাজ্জেল স্যার কে ভাই বলে সস্বোধন করতো, এজন্য আমদের সম্পর্কটা হয়ে যায় কাকা ভাতিজা । খুব বেশি দিন ছিলোনা আমদের বাসায় । কিন্তু আমাদের সম্পর্কটা আগের মতই ছিলো ।

আমি প্রতিদিন ওদের বাসাই যেতাম । শুধু আমি না, আমার পরিবারের সাথেই ওদের ভালো সম্পর্ক হয়ে গিয়েছিলো । এভাবে আস্তে আস্তে কখন যেনো ও আত্বার সাথে মিশে গেলো । আমার পরিবারে এখন আমার থেকে ওর কথার মুল্যায়ন বেশি । আমাকে কেউ খুজে না পেলে সবাই নয়ন কে খোজে, কারন সবাই জানে শয়নের খবর শুধুমাত্র নয়ন জানে ।

আমার জীবনে দুইটা কালবৈশাখি সহ অনেক গুলো ঝর বয়ে গেছে । শত ঝড়ের মধ্যেও নয়ন আমার পাশেই ছিলো । এক বিন্দু সরে যায়নি । এখনো আমার পাশেই আছে । মাঝে মাঝে অবাক লাগে এই ভেবে,,নয়ন আমাকে আমার থেকে ভালো চিনে ।

কিছু সময় চুপ থাকলে নয়ন বুঝতে পারে আমি কি ভাবছি মনে মনে । ঠোটের মুভমেন্ট দেখেই বলে দিতে পারে আমি কি বলছি । নয়ন আমদের বন্ধুদের মাঝেও অনেক জনপ্রিয় । কিছু মানুষ থাকে যারা না থাকলে আসর জমেনা । নয়ন ঠিক সেই প্রকৃতির ।

আমাদের বন্ধু মহলে ওর অনেক ছদ্দ নাম আছে ,তার মধ্যে সব থেকে জনপ্রিয় হলো মুরগি নয়ন । কেউ কেউ সি পি নয়ন বলেও ডাকে । নয়ন সোজা পথে চলতে পছন্দ করে । পারতো পক্ষে কারও সাথে ঝামেলাই যায়না । আমদের এলাকায় ছোট বড় সবার কাছেই নয়ন বেশ জনপ্রিয় ।

কারন ও মানুষ কে হাসাতে পারে,যেটা আমার অনেক পছন্দের । নয়নের সব থেকে বড় গুন ,খুব অল্প সময়ে মানুষ কে আপন করতে পারে । ওর উপস্তিত বুদ্ধিও ওর একটা ভালো গুন,যেটা প্রায়ই আমাকে নিতে হয় ওর কাছ থেকে । আমার জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নয়নের । আরো অনেক কথা লিখতে ইচ্ছে করছে ।

কিন্তু নয়ন কে নিয়ে লিখে শেষ করা সম্বব না । আমি জানি, এমন বন্ধু সবার কপালে থাকে না । নিজেকে এজন্য ভাগ্যবান মনে করি । কেউ যদি আমাকে বলে বন্ধু মানে কি,,আমি বলব বন্ধু মানে নয়ন । সবার জীবনে নয়নের মত একজন বন্ধু আসুক,,এই শুভকামনা রইলো বন্ধু দিবসে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.