আমাদের কথা খুঁজে নিন

   

জাগরণ…..Written by Tania Hasan Khan

ওহে মানুষ উরিয়ে ফানুষ ভাবছ তুমি অমর, আসল হুশ হারিয়ে ফেলে রূপ ধরে হও গোমর। বেহুশ তুমি পথ ভুলেছ মরিচিকার ডাঁকে, বজ্রপাতের ঝলক দেখে পথ চেন এক ফাঁকে। মানুষ! তুমি হুশে ফেরো পথ যে অনেক বাকী, আলোক শিখা জ্বালিয়ে দেখ মরিচিকার ফাঁকি। বেহুশ কি গো তোমায় মানায়? তুমি জ্ঞানে সেরা, মহান প্রভূ তোমায় দেখান কেন জীবন গড়া। ভাবছ বুঝি এ-ই শেষ! এথায় কিসের ডরা? কিসের এত মন্দ-ভাল পরকালের ত্বরা।

হায়রে মানুষ! অবাক মানুষ! অবুঝ তোমার মন, শয়তানেরই বিজয় তুমি ঘটাও নিরন্তন। যদিও আছে প্রজ্ঞা-মনন বোধশক্তি প্রবল, ইবলিশেরই নিয়ম-নীতি দিচ্ছে তোমায় ছোঁবল। মানুষ! তুমি বোধকে জাগাও বুঝবে বিষের জ্বালা, ঘুম পাড়ানি গানের সূরে বন্ধ মনের তালা। একটু দেখ মুখটি মায়ের যেজন প্রতারিত, শয়তানেরই প্রচেষ্টাতে সদা নির্যাতিত। যে সন্তান জন্ম নিল অনেক মমতায়, সেই আজ মায়ের বুকে ছুড়ি গেঁথে দেয়।

শয়তানেরই হাসির ত্বোরে ভাঙ্গবে কি তার ঘুম? বুঝবে যেদিন পারবে কি আর ফেরাতে মায়ের দম! শয়তানের কাজই এমন পঁচায় মানব মন, মানুষ তুমি মূল্য দিবে ধরে আজীবন। ওহে মানুষ আসো ফিরে জ্বেলে মনের আলো, শয়তানের গলা টিপে দূর কর সব কালো। ইবলিশের ভ্রান্ত-নীতি চিনবে তুমি যবে, সাহস পাবে শক্তি পাবে ওর পরাজয় হবে। এসো আজ অবনত হই, দাঁড়াই প্রভূর দ্বারে। মানুষজাতি একত্রে জাগি, এপারে-ওপারে।

তানিয়া হাসান খান তারিখঃ ৫। ৮। ১২ ইং সময়ঃ রাত্রি ৩:১০ মি. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।