আমি ও আমার মন সেজেছে প্রজাপতির রঙে, মিশে যেতে ঐ গগনের রামধনুটির ঢঙে। আমি বলি উড়ে যাব গোঁধুলি যেথায় মিলে, মন বলে উড়ে যাবে নীলাকাশের নীলে। মনকে ডরাই নীলে বেদনা, মন বলে,“অত শত ভেবনা। বেদনায় যার বসত গড়া, নীলের বেদন কেন ডরা?” আমি বলি, “ও আমায় পথ আটকে নীলের তীব্র বিষন্নতায়, তাইতো আজই মৌন হতে চাই, দিবা রাত্রির মিলন মেলায়।” তনিয়া হাসান খান সময়: রাত্রি(১:১৫) তারিখ:৯।৭।১২ ইং
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।