আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুরে তুই কইরে.....

https://www.facebook.com/tanvir.mh অবিশ্বাস করার মত জায়গা থেকে খবর পেলাম আজ নাকি বন্ধু দিবস। বন্ধুদের জন্য একটা শোক বার্তা,সুখ বার্তা যাই বলিনা কেন লিখতেই হয়। বন্ধুত্ব হল ২টাকার ঝালমুড়ি ভাগ করে খাওয়ার মানসিকতা একটা সিগারেট ধরিয়ে ১০ জন মিলে ধোয়া স্পর্শ করার ভালবাসা ক্লাসে না গেলে বন্ধুই এটেন্ডেসটা দিয়ে তার মাঝে আমাকে মিশিয়ে ফেলে কাউকে ভালো লাগলে দৌড় দিয়ে বন্ধুর কাছেই গিয়ে বলি দোস্ত ভাল লাগছে হালকা ব্যাপার নিয়েও বন্ধুর সাথে ঝগড়া করি বিরহ ছাড়া যেমন প্রেম জমেনা তেমনি ঝগড়া ছাড়া বন্ধুত্বও জমেনা জীবনে অনেক বন্ধু পেয়েছি অনেককে হারিয়েছি আমি যেই বন্ধুদের ৫০০ কেজি ভালোবাসা নেই বিনিময়ে তাদের ২ কেজি ভালোবাসা দেই তাদের জন্য আজ সহস্র বালতি গোলাপের ভালোবাসা। আখেরি একটা কথাই বলতে চাই দোস্তের জন্য জান কোরবান। আফতাব স্কুল, শাহীন কলেজ, ভার্সিটি, সিলেট, কিশোরগঞ্জ, ফেবু, ব্লগ, সব রুমমেট সহ ছোটবেলা বড়বেলার সব বন্ধূকেই শ্রদ্ধা ভালোবাসা স্যালুট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।