আমার লিখা মরমী সঙ্গীত গ্রন্থ 'সুর লহরী পঞ্চম খণ্ড' থেকে একটি সঙ্গীত।
তুমি অনন্ত অনিত্য বন্ধুরে
সত্য তোমায় সবে জানী
তুমি অপার করুনার ভাণ্ডার
সকল পরাণের পরানী-রে ।
আকাশ বাতাস চন্দ্র তারা
তোমার নামের ধবনি
সর্বজীবে গায় গুন গান
তোমার মহিমারও খণি-রে ।
তুমি অজয় তুমি বিজয়
তোমায় চির-অমর জানী
তুমি অক্ষয় আছো নিশ্চয়
তোমার জাত নুরে নুরানী-রে ।
আছো তুমি সর্বঘটে
নিকটে, অতি কাছে শুনি
দেখতে তোমায় ইউছুফ মিয়ায়
কাঁদে দিন রজনী-রে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।