আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!
বন্ধুরে তুই রঙ্গিন প্রজাপতি
তোকেই শুধু চাই
সত্যি আমার তুই ছাড়া আর
কিছুই চাওয়ার নাই
তোকে পেলে মেনে নেবো
সকল রকম ক্ষতি
বন্ধুরে তুই রঙ্গিন প্রজাপতি
বন্ধুরে তুই নীল আকাশের তারা
তোকেই শুধু দেখি
তোকে দেখেই ভালোবাসার
সরল কাব্য লেখি
কবে তোকে কাছে পাবো
এই ভেবে হই সারা
বন্ধুরে তুই নীল আকাশের তারা
বন্ধুরে তুই একটা হলুদ পাখি
তোকেই শুধু ভাবি
তোকে ভেবেই দিন কাটাবো
যতো দুড়েই যাবি
একদিন ঠিক ধরবো তোকে
সেই আশাতেই থাকি
বন্ধুরে তুই একটা হলুদ পাখি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।