আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের সুপারহিরো

সাল ১৯৯৯ , বাংলাদেশে সন্ধ্যাবেলা , বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার খেলা । আকাশ বাতাসে গুন্জন চলছে আজ কিছু একটা হবেই । যা সমগ্র পৃথিবীকে ১ মাইক্রোসেকেন্ডের জন্য হলেও থামিয়ে দেবে । রাত ১২টা , ক্লাস ওয়ানে পড়া এক ছোট্ট ছেলে এক হাত তার বাবার হাতে অন্য হাতে একটা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে রাস্তায় শত মানুষের ভিড়ে মিশে যেয়ে সমস্বরে বাংলাদেশ বাংলাদেশ বলে চিত্‍কার করে যাচ্ছে । হ্যাঁ , পৃথিবী থমকে গিয়েছিল ঐ দিন ।

পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয় । সাল ২০০৭ , সন্ধ্যাবেলা , ক্লাস ওয়ানে পড়া ছেলেটা এখন পড়ে ক্লাস নাইনে । এক কাপ চা নিয়ে টিভির সামনে বসে আছে । আজো তার মন বলছে বাংলাদেশ জিতবেই যদিও প্রতিপক্ষ ভারত । রাত ১২টা , একি ঘরে সেই ২৪ বছর পুরোনো রঙিন সনি টেলিভিশন থেকে চোখ ফিরিয়ে নিয়ে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ভোঁ দৌড় রাস্তায় ।

সেই রাস্তা । সেই মানুষ । সেই আনন্দ মিছিল । কিন্তু সেই মিছিলে তার বাবা তার সাথে ছিল না । তার বাবা সেই দিন ছিল গ্রামের বাড়ি ।

সাল ২০১১ , সন্ধ্যাবেলা । ছেলেটা পড়ে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে । আজ সে জানে ইংল্যান্ডের সাথে বাংলাদেশ জিতবেই । রাত ১২টা সেই একি রাস্তা , চেনা মানুষ , একি বাংলাদেশ বাংলাদেশ বলে চিত্‍কার । স্মৃতিগুলো রোমন্থন করতেই চোখ ভিজে গেল ।

ঐ দিন গুলোর প্রতিটি নিঃশ্বাসের খবর সারা বাংলাদেশ জানে । সেই দিনগুলোর প্রতিটি মুহুর্ত আজ মনে পড়ে । ঐ মুহুর্ত গুলোর কাছে হলিউডের শ্বাসমুহুর্ত করা দৃশ্য কিছুই না । আমাদের জাতীয় বীরদের কাছ থেকে আমরা কখনো সরে যাব না । আমরা তোমাদের পাশে আছি ।

তোমরা জিত অথবা হার সবসময় আমরা তোমাদের পাশে আছি । সারা বাংলাদেশের প্রতিটি মানুষের প্রতিটি কোষ আজ তোমাদের জন্য দোয়া করে । হে বীরের দল , তোমাদেরকে এই দুঃখী বাঙালীদের পক্ষ থেকে লাল সালাম । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.