আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে । ব্লগার ভাইদের দৃষ্টি আকর্শন করছি । স্বল্প সময়ের মধ্যে Web Development & Design এর কাজ শেখার জন্যে একজন মানসম্পন্ন Developer / Trainer এর কাছ থেকে Training নিতে সবিনয় আগ্রহ প্রকাশ করছি। ( মিরপুর-২ এর কাছাকাছি হলে ভালো হয় ) নিকট ভবিষ্যতে Website Developing লাইনে বিজনেস করার ইচ্ছা আছে। সবচেয়ে ভালো হয় যদি এই Profession এর সাথে জড়িত কোন স্বহৃদয়বান বেক্তী একই সাথে শেখান ও অভিজ্ঞতার আলোকে সু-পরামর্শ / Guidance প্রদান করেন। এছাড়াও এ বিজনেসের অভিজ্ঞতায় আলোকিত Web Developer দের এই বিজনেসের Future , লাভ, লস , রিস্ক সম্পর্কে সু-পরামর্শ একান্তভাবে কামনা করছি ও যোগাযোগ করতে চাচ্ছি। আপনারা কমেন্টের মাধ্যমে অথবা ফোনে যোগাযোগ করতে পারেন আব্দুল্লাহ ইথার --- 01822949664 এছাড়াও মেইল করতে পারেন আপনার সম্পর্কে তথ্য প্রদান করে । ধন্যবাদ ... আল্লাহ হাফেজ.... রমজানের সুভেচ্ছা... .................................................................।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।