আমাদের কথা খুঁজে নিন

   

স্বল্প সময়ের মধ্যে Web Developing এর কাজ শেখার জন্যে একজন মানসম্পন্ন Trainer এর কাছ থেকে Training নিতে সবিনয় আগ্রহ প্রকাশ করছি।

আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে । ব্লগার ভাইদের দৃষ্টি আকর্শন করছি । স্বল্প সময়ের মধ্যে Web Development & Design এর কাজ শেখার জন্যে একজন মানসম্পন্ন Developer / Trainer এর কাছ থেকে Training নিতে সবিনয় আগ্রহ প্রকাশ করছি। ( মিরপুর-২ এর কাছাকাছি হলে ভালো হয় ) নিকট ভবিষ্যতে Website Developing লাইনে বিজনেস করার ইচ্ছা আছে। সবচেয়ে ভালো হয় যদি এই Profession এর সাথে জড়িত কোন স্বহৃদয়বান বেক্তী একই সাথে শেখান ও অভিজ্ঞতার আলোকে সু-পরামর্শ / Guidance প্রদান করেন। এছাড়াও এ বিজনেসের অভিজ্ঞতায় আলোকিত Web Developer দের এই বিজনেসের Future , লাভ, লস , রিস্ক সম্পর্কে সু-পরামর্শ একান্তভাবে কামনা করছি ও যোগাযোগ করতে চাচ্ছি। আপনারা কমেন্টের মাধ্যমে অথবা ফোনে যোগাযোগ করতে পারেন আব্দুল্লাহ ইথার --- 01822949664 এছাড়াও মেইল করতে পারেন আপনার সম্পর্কে তথ্য প্রদান করে । ধন্যবাদ ... আল্লাহ হাফেজ.... রমজানের সুভেচ্ছা... .................................................................।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।