আমাদের কথা খুঁজে নিন

   

স্বল্প বাক

!

ভিক্টর হুগো আর তাঁর প্রকাশকের মধ্যে চালাচালি হওয়া সেই সংক্ষিপ্ত পত্রের কথা সকলেরই জানা, কিন্তু ইতিহাসের পাতা খুঁজলে আরো বেশ কিছু আগ্রহোদ্দীপক সংক্ষিপ্ত বাক্যের দেখা মেলে। সেই সব কথা জানাতেই এই ক্ষুদ্র প্রয়াসঃ ১। প্রাচীন কালের গ্রিসে অনেক নগর রাষ্ট্রের এক নগর রাষ্ট্র ছিল স্পার্টা (Sparta) । আর এর আওতাধীন এলাকার নাম ছিল ল্যাকোনিয়া (Laconia).অন্য অনেক নগর রাষ্ট্রের তুলনায় ল্যাকোনিয়া ছিল অনেকটাই ভিন্ন। তাদের সমাজ-ব্যবস্থা, শাসন-ব্যবস্থা, অর্থনীতি সব কিছুই গড়ে উঠেছিল সামরিক চিন্তা-চেতনাকে মাথায় রেখে! আর এই কঠোর জীবন-ব্যবস্থার সাথে তাল মিলিয়ে তাদের কথাও ছিল সংক্ষিপ্ত ও তীক্ষ্ণ।

উপাখ্যানে আছে, যখন কিনা মেসিডোনিয়া'র রাজা ফিলিপ (Philip of Macedonia)স্পার্টা নগরীর নগরদ্বার গুড়িয়ে দিচ্ছিলেন, তখন তিনি অবরোধকৃত স্পার্টা'র রাজার কাছে লিখে পাঠালেনঃ যদি আমরা আপনার নগর দখল করতে পারি, তবে আমরা এটিকে মাটির সাথে মিশিয়ে দেব! ("If we capture your city we will burn it to the ground") আমাদের স্পার্টা'র রাজন্যের উত্তর ছিলঃ যদি ("If")! অর্থাৎ (যদি পার)আগে দেখ দখল করতে পারো নাকি! আর এই স্বল্প বাক্যালাপের জন্যই এসেছে ইংরেজি শব্দঃ Laconic, অর্থঃ স্বল্পভাষী ব্যক্তি বা অল্প কথায় প্রকাশিত। ২. দ্বিতীয় আর একটি Anecdote (বাস্তব কোনো ঘটনা বা ব্যক্তি সম্পর্কে মজার কাহিনী) শোনা যাক তাহলেঃ গ্রিক ঐতিহাসিক প্লুটার্ক (Plutarch)লিখিত রচনাবলীর এক সঙ্কলনের নাম মোরালিয়া (Moralia). এই সঙ্কলনের স্পার্টান নারীদের বক্তব্য বিষয়ক একটা রচনা থেকে ঘটনাটা নেওয়া হয়েছে। এক মা তার যুদ্ধগামী সন্তানকে বিদায় জানাতে এসেছে। জননীর শেষ কথা (আসলে সনির্বন্ধ অনুরোধ) তার সন্তানের প্রতিঃ (ঢাল হস্তান্তর করতে করতে) "হয় এইটা সাথে করে নতুবা এইটার উপরে" (Either this or upon this) কথাটার অর্থ ধরতে পেরেছেন? হপলাইট (Hoplite) নামক পদাতিক সেনা স্পার্টার জনগণকে শিক্ষাই দেওয়া হয় যেন তার সন্তান সাহসের সাথে রাষ্ট্রের জন্য লড়তে পারে। প্রাচীন গ্রিক নগর-রাষ্ট্রের মূল সৈন্যবাহিনীতে ছিল হপলাইট (Hoplite) নামক পদাতিক সেনা।

আর ঢাল ছিল হপলাইট সেনাদের মূল রক্ষা-কবচ। এই ঢাল এবং আনুষঙ্গিক যুদ্ধাস্ত্র বংশ-পরম্পরায় পিতা থেকে সন্তানের হাতে পৌঁছাত। যুদ্ধ থেকে ঢাল ছাড়া ফেরার অর্থই হচ্ছে,সে ভয়ে ঢাল ফেলে রণাঙ্গন থেকে পলায়ন করেছে। আর যদি তার সন্তান যুদ্ধক্ষেত্রে বীরের মত মৃত্যুবরণ করে থাকে তাহলে সেই ঢালে করেই তাকে বয়ে নিয়ে আসা হয়। আর জীবিত থাকলে তো যুদ্ধ জয় করে ঢাল সাথে করেই ফিরবে।

তাই বলা হচ্ছেঃ হয় তোমার ঢাল সাথে করে নিয়ে আসো অথবা ঢালের উপরে শায়িত অবস্থায় আসো!!!(Either this or upon this)। যদি মজা পেয়ে থাকেন তাহলে স্বল্প বাক'এর উপর আরেকটা পর্ব করা যেতে পারে, কি বলেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।