মুক্তবুদ্ধির চর্চা করতে চাই "টেক্সাস থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেসম্যান রন পল বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বাধানোর জন্য আমেরিকা মোহাবিষ্ট হয়ে আছে। তেহরানের বিরুদ্ধে যে অবৈধ অবরোধ আরোপ করা হচ্ছে তা তারই অংশ। তিনি এসব অবরোধকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের শামিল বলে উল্লেখ করেছেন।" ভাই, সত্যিই বিশ্বাস করেন- এই খবর পইরা আমার মাথা আওলা-ঝাওলা অইয়া গ্যাছে। ভাবতাছি হেই লোকটা কয় কি? হেই কি দেশপ্রেমিক, নাকি বেঈমান, নাকি মানব-প্রেমিক?? নিজ দ্যাশের পেরসিডেন্টর লগে বাটপারি?? যাউক গা, যা কইবার লাগছিলাম.কষ্ট কইরা যদি আমার বারিতে আহেন বাকিটা জানবার পারবেন। একটু কষ্ট কইরা লিংটাতে খোঁচা দ্যান- পাইয়া যাইবেন গা View this link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।