আমাদের কথা খুঁজে নিন

   

বেঈমান বন্ধু

বিজয়ের মাস ডিসেম্বর, আজ আমরা কি দেখছি ? আমদের কিসের বিজয় হয়েছে ? তিরিশ লাখ লোক প্রান দিল দুই লাখ মা বোন ইজ্জত দিল আর বিজয় অর্জিত হল। এক গোলামী থেকে মুক্তি ছিনিয়ে আমরা আজ আরেক গোলামীর জয় গান করছি। আমাদের স্বাধিনতায় কারা সবচেয় লাভবান হল সেটা আজ আমাদের যুবক সামাজের কাছে এক বিশাল প্রশ্ন । আর আমরা যদি তা ভালভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখব আমাদের প্রতিবেশীরই সবচেয়ে বেশি লাভবান আর তা হল ভারত আপনারা যদি তা বুঝতে চান আপনাকে পড়তে হবে কর্নেল তাহেরের জাবানবন্দি, আপনাকে পড়তে হবে কমরেড তোহার জীবনী , আপনাকে পড়তে হবে মেজর জলিলের কর্মজীবন, আর বর্তমান সময়ের ঘটনাবলীতে তাহলে আপনি স্পষ্ট ভাবে বুঝতে পারবেন আমরা কি পেয়েছি আর আমাদের কি পাওয়ার কথা ছিল । আজ আমরা ভারতের গোলামী করছি স্বাধীনতার ৪০ বছর পর তাই মনে হচ্ছে ।

টিপাইমুখ বাধঃ যেখানে ভারতের কয়েক বিশেষজ্ঞ রা বলছেন বাধের ফলে আস্তে আস্তে বাংলাদেশের নদীগুলোর পানি কিভাবে প্রত্যাহার হবে , তারা ভিডিও দেখিয়ে বুঝিয়ে দিছেন । এবং নেদারল্যান্ডের বিশেষজ্ঞরা একই কথা বলছেন যে বাংলাদেশকে কিভাবে মরুভুমিতে রুপান্তরিত হবে এবং তাদের সাথে একমত প্রকাশ করেছেন আমাদের এক্সপার্টরাও। সেখানে ভারতীয় পা চাটা দালালরা বলছেন বাংলাদেশ লাভবান হবে। যেখানে ভারত লিখিত চুক্তি মানেনা সেখানে মুখের কথা আমাদের বিশ্বাস করতে হবে! অন্য দিকে আমাদের এরশাদ চাচা নয়াদিল্লী সফর করে টিপাই মুখ বাধের বিরুদ্ধে লং মার্চ করছেন , ক্ষমতার লোভে তিনিও ভারতের দালালি করছেন একেই বলে রাজনীতি, দেশ মারার রাজনীতি এগুলো তিনি কার ইশারায় করছেন , তিনি তো ম্যাড ইন ইন্ডিয়া তিস্তাঃ বাংলাদেশ সরকার ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক জোরদার করতে , ট্রানজিট দিলেন আমাদের কাছে আটক তাদের বিদ্রহিদের তাদের হাতে তুলে দিলেন যা হতে পারত আমাদের দর কষাকষির হাতিয়ার , তার বিনিময়ে ভারত আমাদের হাতে তুলে দিলেন তিস্তা নামক মুলা । ইতিহাসের কোন পররাষ্ট্রনীতিতে এত উদার হবার নজীর আছে তাও সমভব হয়েছে আমাদের রাজনিতিবানদের ক্ষমতায় টিকে থাকার নিমিত্তে সুব্রানিয়াম ও ভারতঃ এই মৌলবাদী নেতা বাংলাদেশের একাংশ দখল করে হিন্দুস্তান বা ইসরাইলের মতো একটি দেশ গঠন করতে ।

বাংলাদেশের মতো বিভিন্ন ধর্মের সহাবস্থান ভারতের একটি অঙ্গরাজ্যও দেখাক যদি ভারতের থাকে ভারত রাষ্ট্রটি একটি হিন্দু মৌলবাদী রাষ্ট্র । শুধু মুখে বলে সারে জাহাসে আছহা হিন্দুস্তা হামারা । এ দেশ থেকে হিন্দু সম্প্রদায় ভারতে চলে যায় কারন বাংলাদেশে থেকে বাংলাদেশের ভর্তুকি দেয়া নিয়ামক খেয়ে ভারত কে ভালবাসে শালা নিমক হারামির দল । ভারতে হাজার হাজার মুসলমান হত্যা করা হয়েছে সেখানেত আমারা কোন কথা বলিনি সেটাই কি আমাদের দুর্বলতা । আমাদের এখানে যা হয় আমাদের রাজনীতিবিদ কিছু শয়তান তার তিনগুন ভারতের কানে উঠায় যদি দাদাদের মনভোলানো যায় তাহলে ক্ষমতা তাদের।

ভারত তাদের স্বার্থে আমাদেরকে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে এবং তার বিনিময়ে হাজার গুন বেশি নিয়েছে আমাদের কাছ থেকে , বাংলাদেশের ভারতকে সম্মান জানানোর জন্য আর কিছু অবশিষ্ট আছে বলে আমাদের জানা নেই । ভারতরে এই মৌলবাদী নেতারাই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী করে তুলছে সেজন্য ভারতকে একদিন অনেক মূল্য দিতে হবে। আমেরিকা একটা কথা আছে । আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার হয়না। তেমনি ভারত আমাদের সবচে বড় বন্ধু তাই আমাদের শত্রুর দরকার নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.