* * * * * * * আপনি কি সিন্ডিকেট ছাড়া ব্লগার? আপনার পোষ্টে কি যথেষ্ট হিট আসে না? মামা-ভাগ্নেদের মত সিংগরা খেতে চান? আপনি কি কাউকে খোচাখোচি করতে চান? আপনি কি সুশীল থেকে ইভটিজিং করতে চান? আপনি কি মাল্টি নিকে পাল্টি নিতে চান? নিজে সেরা প্রমান করতে সংকলন পোষ্টে নাম চান? আপনি কি ফ্রেস ব্লগিয়ের ধুয়া তোলে নারী ব্লগার খোঁচাইতে চান? কেউ বুঝোক নাবুঝোক আপনি কি আপনার পোষ্টে বেশী বেশী প্লাস চান? মাথার উপর দিয়ে গেল মন্তব্যের পর পোষ্টে প্লাস চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। B.F.C(াল ফালান সিন্ডিকেট) দিচ্ছে আকর্ষনীয় অফার। প্রতি সদস্যের জন্য ২টা করে মাল্টি নিক। ধরা খেলেও নো প্রবলেম। বলতে পারবেন তখন আমি ছিলাম না। আর সাপোর্ট দেয়ার জন্য তো আমরা আছিই। ** B.F.C ট্রেনিং সেন্টার থেকে এক নিক বহুজনে ব্যাবহার ও নিজ নিক সুশীল রেখে মাল্টিতে খোচাখোচি শিখানো হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।