আমাদের কথা খুঁজে নিন

   

জাহাঙ্গীরনগরের ঘটনা: সরকারের বিষফোঁড়া

তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল আওয়ামী লীগের ক্ষমতা গ্রহনের পরের সপ্তাহে ছাত্র লীগ জাহাঙ্গীরনগরে শুরু করে তান্ডব। সেই তান্ডব চলেছে বছরের পর বছর। সাধারণ ছাত্রছাত্রীরা জাহাঙ্গীরনগরে ভর্তি হওয়াটাকে এখন অভিশাপ মনে করে। গতকাল যে ঘটনাটি ঘটেছে সেটাও আরেকটি অভিশাপ।

জোর করে প্রেম করতে চাইছিল লিখন। সেই ছাত্রীর প্রেম ছিল বিপক্ষ দলের আরেক নেতার সাথে। ছাত্রী যখন আনুষ্ঠানিক অভিযোগ করলো কর্তৃপক্ষের কাছে তখন প্রতিপক্ষের তর সইলো না। কুপিয়ে আহত করলো লিখনকে। পাঠানো হলো এনাম মেডিকেলে।

দেখতে এলেন ভিসি এবং নির্দেশ দিলেন অপরাধীদের খুঁজে বের করতে। পুলিশ হানা দিল। রাবার বুলেট এবং পাল্টাপাল্টি গোলাগুলি। অবশেষে অবরোধ। দিনভর।

ঘটনাটি রাজনৈতিক? লিখন কেন জোর করে প্রেম করতে চাইবে? কর্তৃপক্ষের কাছে বিচার চাওয়ার পর সেটার অপেক্ষা না করে কেন লিখনকে পেটানো হবে? একজন ছাত্র অন্যের দ্বারা এমন মারাত্মকভাবে আহত হওয়ার পরও কর্তৃপক্ষ বা পুলিশ কি কোনো ব্যবস্থা নেবে না? তাহলে সেই ঘটনাকে কেন্দ্র করে কেন অবরোধ হবে? হতে পারে লিখনেরই দোষ? কিন্তু তাই বলে প্রতিপক্ষ (প্রেমের প্রতিপক্ষ) এমনভাবে পেটাবে তাকে? ইভ টিজিং এর অভিযোগেও তো তাকে শাস্তি দেওয়া যেতো। লিখন ভাল মানুষ নয়। শরীফ এনামুল হকের সময় সে বিতাড়িত। তাই বলে আনোয়ার সাহেবের সময় সে ফিরে তান্ডব শুরু করবে? এক তরফা প্রেমের প্রস্তাব দেবে? ছাত্রীদের উত্যক্ত করবে? সারাটা দিন কি অবস্থা থাকলো ঢাকা আরিচা সড়কে? ছাত্রলীগ এমনিতেই আওয়ামী লীগের বিষফোড়া। জাহাঙ্গীরনগরে এখন তা পচে গেছে।

দুর্গন্ধ বের হয়েছে। এত ঐতিহ্যবাহী এবং কৃতি মানুষের সমাবেশ যেখানে সেখানে সেঞ্চুরি করা ধর্ষকের কথা এখনো মানুষের মুখে মুখে। ধর্ষক মানিকদের পর এখন লিখনদের জন্ম হয়েছে। কিন্তু তারপরও আইনের হাতেই তাকে সোপর্দ করতে হবে। এমন কুসন্তানদের বহিস্কৃত করতে হবে বিশ্ববিদ্যালয় থেকে।

কিন্তু তার মানে এই নয় অন্য ছাত্ররা তাকে নির্দয়ভাবে পেটাবে। যতটা শুনেছি এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে এটা হত্যা প্রচেষ্টার মতোই ঘটনা। যে ছাত্ররা স্বৈরাচার হটিয়েছে. মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করেছে, ভাষা আন্দোলনে জীবন দিয়েছে সেই ছাত্ররা এখন ধর্ষক, উত্যক্তকারী। ছি: আমি যে কখনো ছাত্র ছিলাম সেটা ভাবতেও লজ্জা লাগে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.