এই তো মাহবুব,
তোকে আমরা আসলে যেভাবে চেয়ে ছিলাম আসলে তোকে সেভাবে পাই নি। তোর কাছে হয় তো বন্ধুত্তের সংজ্ঞাটা আলাদা কিন্তু আমরা বন্ধু বলতে এমন একজন কে বুজি যে সুখে দুখে আমাদের পাসে থাকবে। তুই হয় তো বলতে পারিস তরা তো আমার কতা রাখিস না তাহলে আমি কিভাবে তদের কথা রাখব । কিন্তু কতা বলার আগে একবার কি চিন্তা করে ছিস আমরা কতবার তোর উপকার করে ছি বিনিময়ে তুই আমাদের কতটুক আপন এর মত ব্যবহার করেছিস?? দুই দিন লাউলাতি তে খাওয়ালেই ভাল বন্ধু হওয়া যায় না। জতবারি আমরা পর্দা সরিয়ে তোর আপন হতে চেয়েছি ততবার তুই ভাল ভাবে তোর আর আমাদের মাজে পার্থক্যটা দেহাই দিয়ে ছিস।
আজ তোর দরকার বলে টি আমাদের পিছন পিছন গুরছিস । কিন্তু একবার কি চিন্তা করে ছিস আজ আমি তোকে কিভাবে সাহায্য করব, আজ যে আমার পরীক্ষা ,কোন ছেলে কি তার নিজের পরীক্ষা নিয়মিত ভাবে নষ্ট করে অপরকে সাহায্য করতে পারে??? হাঁ পারে যদি সেই ছেলেতি তার এই ত্যাগ এর মূল্য দেয়। । কিতু তুই তো মূল্য কি জিনিস ত্যাগ কি জিনিস তাই জানিস না তুই কিভাব্____???
বড় কষ্ট নিয়ে আজ কতা গুলো বলতে হচ্ছে প্রতম যেদিন তোকে দেখে ছিলাম একজন ভাল মনের মানুষ ভেবেছিলাম কিন্তু____। তোকে আর দশ দিয়ে লাভ কি তুই হয় তো ভাল কিন্তু তুই অন্ন রকম ভাল যে ভাল আমরা ছাইনি বা আমাদের সাথে এই রকমের ভাল যায় না।
তোর ব্যাবহারে আজ সবায় মন খুন্ন । তোর কাছের বন্দু অনিক কে পর্যন্ত তুই কষ্ট দিলি। জানি তুই অনেক ধার্মিক এবন আমার দেখা মতে একজন শক্ত ইমানদার কিন্তু একজন মুসল্মান হয়ে এভাবে কি বান্দার হক নষ্ট করা ঠিক???
কথা গুলো আমার অনেক কাছে এক বন্ধু কে উদেসস করে লেখা জানি সে কোন দিন এই লেখা দেখবে না । তার ব্যাবহারে আজ বড় কষ্ট পেয়েছি । শেয়ারে করার মত কেউ নেই বলে সামুর বন্ধুদের সাথে শেয়ার করলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।