Never lose hope...., Never Stop Expedition.... একটি রাস্তার ধারে পাশাপাশি পাঁচটি বাড়ি। ভিন্ন ভিন্ন রঙের এই পাঁচটি বাড়িতে ভিন্ন ভিন্ন পাঁচ দেশের লোক বাস করেন। প্রত্যেকের নিজস্ব পছন্দের পানীয় আছে, আছে আলাদা আলাদা সিগারেটের ব্র্যান্ড। এমনকি তাদের পোষা প্রাণীও ভিন্ন ভিন্ন। এখন প্রশ্ন হল এদের মধ্যে মাছ পোষেন কে?
সূত্রঃ
১ লাল ঘরে বাস করেন ব্রিটিশ।
২ সুইডিশের পোষা প্রাণী কুকুর।
৩ ডেনিশের প্রিয় পানীয় চা।
৪ সাদা বাড়ির বায়ে সবুজ বাড়ি।
৫ সবুজ বাড়ির মালিক কফি পান করেন।
৬ যিনি পল মল (Pall Mall) সিগারেট খান তিনি পাখি পোষেন।
৭ হলুদ বাড়ির মালিক ডানহিল (Dunhill) সিগারেট খান।
৮ মধ্যের বাড়ির বাসিন্দা দুধ পান করেন।
৯ প্রথম ঘরে থাকেন এক নরওয়েজিয়ান।
১০ যিনি ব্লেন্ড (Blend) সিগারেট খান তার প্রতিবেশী বিড়াল পোষেন।
১১ যিনি ব্লু মাস্টার (Blue Master) সিগারেট খান তিনি বিয়ারও পান করেন।
১২ ডানহিল সিগারেট যিনি খান তার পাশের বাড়ির বাসিন্দা ঘোড়া পোষেন।
১৩ প্রিন্স (Prince) সিগারেট খান জার্মানির লোক।
১৪ নীল ঘরের পাশে থাকেন নরওয়ের লোক।
১৫ যিনি ব্লেন্ড খান তার প্রতিবেশী পানি পান করেন।
এটি আইনস্টাইনের ধাঁধা নামে লোকমুখে প্রচলিত।
সময়ের সাথে সাথে এর অনেক রকম পরিবর্তন হয়েছে। ইন্টারনেটে এ সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এখানে দিয়ে খামোখা ভারাক্রান্ত হতেও চাই না আবার করতেও চাই না। তবে আইনস্টাইন নাকি বলেছিলেন এটা পৃথিবীর মাত্র ২% লোক সমাধান করতে পারবে। বাকিরা পারবেন না।
দেখেন তো পারেন কিনা।
ধাঁধারহস্য ০১ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।