আমি জানি আমি জানি না আইনস্টাইনের শেষ চিঠি । ।
বিশ্বাসীরা প্রায়ই আইনস্টাইনকে কোট করে বলেন- সে যদি বিশ্বাস করে তবে তুমি কোন ছার! তারা সেই বিখ্যাত উক্তিটি,-‘ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ধ,বিজ্ঞান ছাড়া ধর্ম খোঁড়া’ তুলে ধরে । কিন্তু এই বাক্যটি দ্বারা তার ধর্ম বিশ্বাসকে বোঝায় না –বরং এটি একটি নৈতিক অবস্থান । নইলে তিনি বহু জায়গায় বলেছেন প্রচলিত ধর্মে তার অবিশ্বাসের কথা ।
তবে তিনি স্পিনোজার ঈশ্বরে বিশ্বাস করতেন , যার অর্থ- যে নিয়মের মধ্যে পৃথিবী চলছে সেই নিয়মটাই ঈশ্বর । যার বাইরে যাবার ক্ষমতা স্বয়ং ঈশ্বরেরও নেই । ঈশ্বর পাশা খেলেন না ।
সম্পতি তার একটি চিঠি নিলামে উঠেছে- তার মৃত্যুর একবছর আগে লেখা-জার্মান ভাষায় লেখা- ব্যাক্তিগত এই চিঠি সম্ভবতঃ এ বিষয়ে তার বিশ্বাস নিয়ে বিতর্কের অবসান হবে । মৃত্যুর আগে তার শেষ চিঠিতে লিখেছে- [পত্রিকান্তরে প্রকাশিত]
-‘আমার কাছে ঈশ্বর আসলে মানুষের দুর্বলতার প্রকাশ ছাড়া আর কিছুই নয়।
শুধু তাই নয়, বাইবেল সহ অন্যন্য ধর্মগ্রন্থের ব্যাপারেও তিনি লিখেছেন সে সব -আদিম শিশুসুলভ গল্পের সম্ভার । বাকি সব ধর্মের মতো ইহুদি ধর্মও আমার কাছে শিশুসুলভ কুসংস্কারেরই প্রতিফলন। .....আমার অভিজ্ঞতা বলছে, ইহুদিরা মানুষ হিসাবেও বাকিদের থেকে ভালও কিছু নন । ’
এই কথাগুলো তিনি লিখেছিলেন ইহুদি-দার্শনিক এরিক গুটকিন্ডের কাছে লেখা ১৯৫৪ সালে। তার ঠিক এক বছর পরেই মারা যান আইনস্টাইন।
আইনস্টাইন তখন মৃত্যুশয্যায় । চিকিৎসকেরা তখন আইনস্টাইনকে শল্যচিকিৎসার পরামর্শ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করে বলেন – ‘আমার যখন ইচ্ছা হবে চলে যাব। কৃত্রিম ভাবে আয়ু বাড়িয়ে বেঁচে থাকা অর্থহীন। অনেক বেঁচেছি, এখন আমার যাওয়ার সময়। এবং শান্তিপূর্ণ ভাবে যেতে চাই।
’
নিজের সিদ্ধান্তে কিন্তু অনড় ছিলেন আইনস্টাইন ।
পর দিনই মারা যান তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।