আমাদের কথা খুঁজে নিন

   

আইনস্টাইনের ১০ টি সফলতার মন্তর

১) “I have no special talent. I am only passionately curious.” "আমার কোনো বিশেষ গুন বা মেধা নেই। আমি শুধু অসম্ভব কৌতুহলী, ব্যস। " ২) “It's not that I'm so smart; it's just that I stay with problems longer.” "আমি যে খুব চালাক-চতুর তা মোটেই নয়; তবে আমি যেকোন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত থামি না। " ৩) “Any man who can drive safely while kissing a pretty girl is simply not giving the kiss the attention it deserves.” "যদি কেউ গাড়ি চালাতে চালাতে কোনো সুন্দরী মেয়েকে একইসাথে চুমু খেতে পারে, তবে বলতে হবে সে মেয়েটিকে যথেষ্ট মনোযোগ দেয় নি" ৪)“Imagination is everything. It is the preview of life's coming attractions. Imagination is more important than knowledge.” "কল্পনা করবার ক্ষমতাই সব। কল্পনা আমাদের ভবিষৎ জীবনের ছবি দেখিয়ে দেয়।

তাই কল্পনা করবার শক্তি, তথ্য বা knowledge এর চেয়ে বেশী গুরুত্বপূর্ণ। " ৫) “A person who never made a mistake never tried anything new.” "যে কোনোদিন ভুল করেনি, সে কোনোদিন নতুন কিছু চেষ্টা করেনি। " ৬) “I never think of the future - it comes soon enough.” "ভবিষ্যতের কথা চিন্তা করবার সময় আমার কখনো হয়নি, কারণ সেটা করবার আগেই দেখি তা উপস্থিত। " ৭) “Strive not to be a success, but rather to be of value." "জীবনে সফলতা কাম্য করো না, কাম্য করো মূল্যবোধসম্পন্ন মানুষ হতে। " ৮) “Insanity: doing the same thing over and over again and expecting different results.” "দিনের পর দিন একই কাজ করে যাওয়া আর মনে মনে আরও ভাল ফল আশা করা বোকামী।

" ৯) “Information is not knowledge. The only source of knowledge is experience.” "তথ্য knowledge নয়; knowledge এর একমাএ উৎস অভিগগতা। " ১০) “You have to learn the rules of the game. And then you have to play better than anyone else.” "তোমাকে আগে খেলার নিয়ম-কানুন ভালভাবে জানতে হবে, কেবল তখনি তুমি অন্যদের চেয়ে ভাল খেলতে পারবে। " ***বানান ভুলের জন্যে ক্ষমাপ্রার্থী। সূএ: ইন্টারনেট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।