আইনস্টাইন বলেন যে বিশ্বের মাত্র ২% লোক এই সমস্যার সমাধান করতে পারবে।
সমস্যাঃ ৫টি বিভিন্ন দেশের ৫ জন লোক ৫ রংয়ের ৫টি বাড়িতে বাস করেন। ৫ জন লোক আলাদাভাবে ৫ ধরণের পানীয় পান করেন, ৫ ব্র্যান্ডের সিগারেট খান এবং ৫ ধরণের প্রাণি পোষেণ। অর্থাৎ কেউই একই ধরণের পানীয় পান করেন না, সিগারেট খান না এবং প্রাণি পোষেণ না।
সংকেত:
1. ব্রিটিশ লোকটি লাল বাড়িতে থাকেন।
2. সুইডিশ লোকটি কুকুর পোষেণ।
3. ডেনমার্কের লোকটি চা পান করেন।
4. সবুজ বাড়িটি সাদা বাড়ির বাম দিকে।
5. সবুজ বাড়িটির মালিক কফি পান করেন।
6. যিনি Pall Mall সিগারেট খান তিনি পাখি পোষেণ।
7. হলুদ বাড়িটির মালিক Dunhill সিগারেট খান ।
8. মাঝখানের বাড়িতে যিনি থাকেন তিনি দুধ পান করেন।
9. নরওয়েজিয়ান লোকটি প্রথম বাড়িটিতে থাকেন।
10. যে বাড়িতে বিড়াল পোষা হয়, তার পরের বাড়ির মালিক Blend সিগারেট খান।
11. যে বাড়িতে ঘোড়া পোষা হয়, তার আগের বাড়ির মালিক Dunhill সিগারেট খান।
12. যিনি Bluemaster সিগারেট খান তিনি বিয়ার পান করেন।
13. জার্মান লোকটি Prince সিগারেট খান ।
14. নরওয়েজিয়ান লোকটির পরের বাড়িটি নীল রংয়ের ।
15. যিনি পানি পান করেন তার পরের বাড়ির মালিক Blend সিগারেট খান।
এখন বলতে হবে কে মাছ পোষেণ?
সমাধানঃ প্রথমে চেষ্টা করুন।
পারলে মিলিয়ে দেখার জন্য অথবা না পারলে উত্তর দেখার জন্যঃ
ক্লিক করুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।