Bringing about gentle and painless death from incurable Death. ফিরে আসার পথ, হারিয়ে এসেছি পথেই। লীলাভূমে অবলীলায় বেগতিক হালচাল অনারম্ভর সাংকেতিক ভাষায় লিখে রাখা পদ্যে, দৈব চয়নে সাংঘাতিক মিমাংসা ! ফেনীল জলতরঙ্গে ডুব সাঁতারে একাকি, স্টেথোস্কোপে হৃদয়ের অনুভূতি ! যদিও তথাপি, অবাক বালুকাবেলায় হ্যামলক পান নীলে রহিত,শঙ্খের মৃদু-মন্দ শিৎকারে বেহালায় বুঝি নৈঃশব্দের গান! আপন আপন সুর ব্যঞ্জনায় আবহ সঙ্গিত পাতাল মাতাল মর্তে বুঝি শোরগোল, ছেনে ছেনে অভ্রকনায় লিখিত দিনলিপি মতান্তরে রেখে আসা মন, আকাশ কালো মেঘের ঘন ঘটায়, এলো বুঝি একা বাঁকা চাঁদ। এলো বুঝি একা বাঁকা চাদ ! জানে কি জীবন মৃতের অনুভূতি পূর্ণ বলয়ে না আসে আসুক তবে তিথি শুভক্ষণে না হয় অশুভক্ষণে ! দ্রাঘিমা রেখার শেষবিন্দুতে স্যাঁতস্যাঁতে মেঘের ভাঁজে তোমার ইন্দ্রপুরিতে অশুভের আকরে বসে আছি আপন মনে ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।