তোমাকে সেতুর উপর দাঁড়ানো দেখে মনে হলো
প্রতিটা মানুষই সান্ধ্য ভাষায় নির্মিত একেকটা সেতু
যার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে দারূণমুখরব্যকুল দরিয়া
আর সেতুটি নৈঃশব্দের শব্দার্থে চলে যাচ্ছে.....
আমিও যেইমাত্র একটা সেতুর উপর উঠে পরেছি, তক্ষুণি
আবহাওয়া অফিস থেকে বিপদসংকেত পাঠাচ্ছে
সেতুটি সেমতে নড়ে উঠছে, আমি তাতে চড়ে উঠছি; উঠতে উঠতে
জলচ্ছাসে ভেসে যাওয়া একটা সেতুর নিস্তব্ধতা টের পাচ্ছি
তুমি কি এখনও দাঁড়িয়েই আছ
সান্ধ্য ভাষায় নির্মিত একটা নৈঃশব্দের সেতুর উপর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।