আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের সফ্টওয়ার শিল্প/আমার নিজের অভিজ্ঞতা -পর্ব-১

আমি এক জন মানুষ হতে চায়! অনেক দিন ধরে ভাবি দেশের সফ্টওয়ার শিল্প এর সমস্যা ,সম্ভবওনা,বাধাঁ,বিপত্তি নিয়ে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করব সবার সাথে। তাই লিখতে বসলাম। সংবিধি সতর্কি করন: কিছু কিছু কথা স্বাভাবিক ভাবে কারো কারো ভালো নাও লাগতে পারে। ছোট মুখে কিছু বড় কথা বলবো, আশা করি ক্ষমা করবেন! ১। এসাইনমেন্ট চুরি, ভাল গ্রেড,অবশেষে পংগুত্ব বরন! জী, ইউনিভাসিটির কথায়ই বলছি! সি এস সি বা সমমানের কোর্স গুলোতে যেখানে এসাইনমেন্ট(প্রোগ্রামিং) গুলো নিজের করার কথা,সেখানে গ্রেডের পেছনে দোরান এর কারনে চুরি / অন্যের এসাইনমেন্ট কপি করে চালান দিয়ে সর্বনাশ এর সুরু হয়।

এখন ত শুনি এসাইনমেন্ট ই তুলে দিচ্ছে ভার্সিটি গুলা। ২। ইউনিভার্সিটির আইটি-দেশীয় সফটওয়ার ফার্ম-ইহলোক ,পরলোক ব্যাবধান! ভার্সিটি গুলা এখন পুরাপুরি সফটওয়ার কম্পানি গুলার সাথে সম্পর্ক হীন। ফলে আমাদের ছেলে মেয়েরা যখন বের হয়, তাদের সাথে বাস্তব কর্ম ক্ষেত্র এর যোজন যোজন দুরত্ব তৈরি হয়ে যায়। কত শত ফুল আকালেই ঝরে যায়! সফটওয়ার ফার্ম গুল ও অভিজ্ঞতাহীন ট্রিইনি প্রোগ্রামার নিতে চায় না! ৩।

হায় ইনকিউবিটর! কেউ কি জানেন আমাদের দেশের সফটওয়্যার ইনকিউবিটর গুলা তে কি হয়? ওখানে গেলে মোগল আমালে শুরু হয়েছে এমন ফার্ম এর ও দেখাও পেতে পারেন! কোথায় গেল ইনকিউবিটর বানানর উদ্দেশ্য? কবে উঠতি কোম্পানি গুলো সুযোগ পাবে ওখানে? ৪। অত্যাচারী ম্যানেজার,নিষ্পেষিত প্রোগামার। গুটি কয়েক কোম্পানি বাদে প্রায় সব জায়গায় প্রোগ্রামার রা তাদের ম্যানেজার দের দিয়ে নিষ্পেষিত, একটু নিরিহ গোছের হল ত কথায় নেই! কে বলে শুধু গারমেন্টস শিল্পে শ্রমিক শোষন হয়, সফট ওয়ার ফার্ম গুলাতে চলছে এক নিরব শোষন! ৯ -৬ টা অফিস কখন যে ৯-১০ হয়ে যায় কে তার খবর রাখে? অভার টাইম বলে কিছু আছে নাকি? শুক্র / শনিবার আসতে হবে! নিষ্পেষিত হতে হতে এক সময় ঝরে যায় বা ট্রঅ্যাক চেঞ্ছ করে চলে যাই ছেলে মেয়েগুলো, যাদের আরও ওনেক দেবার ছিল। [চলবে]  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.