দাগ থেকে যদি ভালো কিছু হয় দাগই ভালো =>পিতার কাছে পরীক্ষার ফলাফল জানিয়ে পত্র লেখার সময় ক্লাসের লাস্ট বয় ও "stood 1st in the class" =>"My village" রচনা লেখার সময় সবার গ্রামই রতনপুর!!(গ্রামার বইয়ের লেখকের গ্রাম) =>"Aim in life" রচনা লেখার সময় প্রায় সবাই বড় হয়ে ডাক্তার হতে চাই!! =>"Full free studentship" এপ্লিকেশন লেখার সময় কোটিপতির সন্তানের বাবাও দরিদ্র প্রাইমারী স্কুল টিচার এবং সবার পরিবারের সদস্য সংখাই ৮-১০!! =>"Transfer certificate" এপ্লিকেশন লেখার সময় সবার বাবাই ঢাকা থেকে কুমিল্লায় বদলী হন!! =>"Testimonial" এপ্লিকেশন লেখার সময় সবাই নিয়মিত,একান্ত,বাধ্যগত,সচ্চরিত্রবান এবং প্রত্যেক খেলায় প্রাইজ লাভকারী!! =>"Leave in advance" এপ্লিকেশন লেখার সময় সবারই বড় বোনের বিয়ে থাকে!! =>"Leave of absence" এপ্লিকেশন লেখার সময় সবারই "had a bed headache"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।