আমাদের কথা খুঁজে নিন

   

স্কুলে তাহলে কি শেখাবে?



রাজধানীর নামকরা একটি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার জন্য প্রণীত ভর্তি পরীক্ষার নির্দেশিকা দেখুন। আমার প্রশ্ন প্রথম শ্রেণিতে ভর্তির জন্য মা বাবাকে বাসায় বসে একটি বাচ্চাকে যদি এসব শিখিয়ে উপযুক্ত করতে হয় তাহলে স্কুলে কি শেখানো হবে আর স্কুলে ভর্তিরই বা দরকার কি? প্রথম শ্রেণিতে ভর্তির উপযুক্ত করার জন্য এসব বিষয় শেখাতে গিয়ে অবুঝ শিশুদের ওপর শারিরীক ও মানসিক নির্যাতন করছেন অনেক মা বাবা এবং গৃহশিক্ষক। হায় আমাদের ভ্রান্ত শিক্ষা ব্যবস্থা। আমি আমার মেয়ের ভর্তির জন্য একটি স্কুল থেকে ভর্তি পরীক্ষার এ নির্দেশিকা সংগ্রহ করলাম। ইংরেজি ক.A n‡Z Z পর্যন্ত Letter দিয়ে শব্দ গঠন কর | খ. শব্দার্থ লিখ গ.. Letter দ্বারা খালিঘর পূরন কর ঘ. Word দ্বারা খালিঘর পূরন কর ঙ. এলোমেলো Letter সাজিয়ে সঠিক Word তৈরি কর চ.. এলোমেলো Word সাজিয়ে সঠিক বাক্য গঠন কর ছ. বিপরীত শব্দ ।

জ. সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেওয়া। ঝ. শব্দের ধাঁধাঁ। ঞ. ছবি দেখে নাম লেখা (ইংরেজিতে)। ট. ইংরেজিতে বাক্য রচনা। ঠ. ইংরেজিতে বার মাসের নাম লেখা।

ড. ইংরেজিতে ৭ দিনের নাম লেখা ঢ. ইংরেজিতে ৫টি করে পশু, পাখি, রং নিত্যপ্রয়োজনীয় জিনিস ও প্রাকৃতিক বস্তুর নাম লেখা। গণিত ক. ১-১০০ পর্যন্ত অংকে ও কথায় লেখা। খ. জোড় ও বিজোড় সংখ্যা। গ. যোগ বিয়োগ (দুই সংখ্যার)। ঘ. ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সংখ্যা ক্রমানুসারে সাজানো।

ঙ. কথার অংক : যোগ বিয়োগ (দুই সংখ্যার) । চ. গুনের নামতা ১- ১০ পর্যন্ত। ছ. শূন্যস্থান পূরণ কর। জ. ১--১০০ পর্যন্ত ইংরেজিতে বানান করে লেখা। ঝ. সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, পক্ষ, যুগ, শতাব্দি ইত্যাদি সম্পর্কে ধারণা।

ঞ. অংকের ধাঁধাঁ। বাংলা : ক. স্বরবর্ন ও ব্যঞ্জনবর্ণের পরিচয়। মাত্রাযুক্ত, মাত্রাহীন ও অর্ধমাত্রাযুক্ত অক্ষরগুলো কয়টি ও কিকি? খ. স্বরচিহ্ন ও ফলাযোগে শব্দ গঠন। গ. স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ দিয়ে শব্দ গঠন ঘ. এলোমেলো বর্ণ সাজিয়ে সঠিক শব্ত তৈরি। ঙ. খালিঘর পূরন করে শব্দ গঠন।

চ. খালিঘর পূরন করে বাক্য গঠন। ছ. নির্দিষ্ট শব্দ দিয়ে বাক্যরচনা। জ. সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেয়া। ঝ. শব্দের ধাঁধাঁ। ঞ. বিপরীত শব্দ।

ট. ছন্দ মিলিয়ে শব্দ লেখা । যেমন : কবি = রবি, ছবি, নদী ইত্যাদী। ঠ. মা, গরু, বিড়াল, ঘোড়া, কুকুর ইত্যাদি দিয়ে ৫টি বাক্য রচনা লেখা। ড. বাংলা বার মাসের নাম। ঢ. ছয়ঋতুর নাম।

ণ. ৭ দিনের নাম। ত. ৫টি করে পশু, পাখি, রং, নিত্যপ্রয়োজনীয় জিনিস ও প্রাকৃতিক বস্তুর নাম। থ. জাতীয় বিষয়বস্তুর নামসমূহ। দ. আত্মীয়ের পরিচয়। ধ. নিজের ঠিকানা।

উপরোক্ত বিষয়ে ৬০ নম্বরের লিখিত পরীক্ষা। এছাড়াও তাদের ভর্তি নির্দেশিকায় রয়েছে ৪০ নম্বরের মৌখিক পরীক্ষা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।