আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে চাই (ামার েকটি কবিতা)

"যে মানুষ ইতিহাস সৃষ্টি করে, তার ইতিহাস লেখার সময় থাকে না।" আমি কবি নই কবিতা নই স্বপ্ন আঁকার রামধনু নই, জটীল অঙ্গে বিসাদ সঙ্গে রুপকথার কোনো কাব্য নই। আমি রাজনীতি নই অহমিকা নই গরম কথার ফুলঝুরি নই, ভোট-লাইনে বে-আইনে ছাপ্পা ভোটের ব্যালট নই। আমি শাষক নই বিরোধী ও নই লোভের আগুনে বর্ব্বর নই, কৃষি হাতে শিল্প সাথে দু-লাইনের পোস্টার নই। আমি মৌলবী নই পুরহিত নই শান্তির মাঝে দাঙ্গা নই, মৃত্যু-মাঝে বিদায় সাজে শবদেহ কাঁধে রাজনীতি নই। আমি বিদগ্ধ নই তারকা ও নই বিদ্দ্বজনের বর্ম নই, ভ্রান্ত কথার সত্যি-মিথ্যার রুপোলী পর্দার ছায়াছবি নই। আমি বাস্তবের পাতে গনতন্ত্র সাথে একফালি শুধু শান্তি চাই, ধনী-গরীব মধ্যবিত্তের একমুঠো গ্রাসের কথা কই। --

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.