মোল্লা বাহার ১৩ মার্চ ২০০২ খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কালো অধ্যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের শোকের সাগরে ভাসিয়ে চিরদিনের জন্য চলে যায় গেল ১১ টি তাজা প্রাণ। খুবি স্থাপত্য ডিসিপ্লিনের(০৯) এবং বুয়েট(০২) জন তরুণ স্থপতি যারা চলে গেলেন চিরদিনের জন্য সব মায়া ছাড়িয়ে। বছর ঘুরে আবার ফিরে এসেছে সেই দিন, মনে করিয়ে দিতে স্বজন হারা দিনকে। দুখের প্রতিক কালো কাপড়ে আবৃত আজ খুবই ক্যাম্পাস, সকলের চোখ টলমল ভাই হারা বেদনায়।
ওরা ১১ জন। ওরা আমাদের স্বজন। ওরা ছিল উদ্যম। আজ আমরা ওদের হারিয়েছি কালের অতল গহব্বরে। ওরা আজ স্মৃতি।
অপু
বাকী
কুশল
রুপা
নিপুন
শুভ
কাউসার
শাকিল
সামিউল
তোহা
রাসেল ।
শিক্ষাজীবনের শেষ পরীক্ষা দিয়ে জীবনকে ,প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে ছুটে যায় সুন্দরবন। সুন্দরবনের কটকা সমুদ্র সৈকতে উচ্ছল কিছু তরুণ ঠিক যেন সমুদ্রের মত দুরন্ত। বাধা হিন আনন্দ। এক সময় ছুটে যায় পানিতে সমুদ্রের ডেউয়ের সাথে , আর এই যাওয়ায় হয়ে যায় কাল হয়ে।
ডুবে যায় কয়েকজন আর তাদের উদ্ধার করতে এগিয়ে যায় অন্য বন্ধুরা। পরিণতিতে সকলেই হারিয়ে যায় কাল স্রতের টানে। হারিয়ে যায় ওরা ১১ জন পৃথিবীর স্কল মায়া ত্যাগ করে আমাদের সকলকে কাঁদিয়ে। তাদের সৃতিকে স্মরন করে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে করা হয়েছে কটকা মনুমেন্ট। চলতি পথে যখন তাকিয়ে দেখি কটকা মনুমেন্ট ম্নে পড়ে যায় তাদের কথা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।