আমাদের কথা খুঁজে নিন

   

এতটা ব্যস্ত জীবন... তবু ফিরে ফিরে আসি...

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।
আমি আমার ছোট্ট জীবনে এতটা ব্যস্ত আর কখনোই ছিলাম না। কাজের চাপে নি:শ্বাস ছাড়তে পারছি না। ব্যস্ততাকে এনজয় করছি বলা চলে। বছরের শেষ সময়টা প্রিন্টিং সাইটে এরকমই কাটে।

আমি পুরানা পল্টনে একটি ডিজাইন হাউজে আছি। এখানে এখন অনেকগুলো রিয়েলএস্টেট কোম্পানির ব্রুশিয়র, ওয়াল ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, লিফলেটসহ প্রচুর কাজ হচ্ছে। সব আমার হাত দিয়ে। অফিস ১০ টা টু আটটা। এরপরও আমার পার্সোনাল টাইম বলে কিছু নেই।

নিজস্ব কিছু ক্লায়েন্টের কাজ করে দিতে হয় সারা রাত জেগে। বইমেলা আসছে। হাতে অনেকগুলো বইয়ের কভার আর ইলাস্ট্রেশনের কাজ। প্রিন্টিংয়েরও কিছু সাব-কন্টাক্টের কাজ আছে। ভাই, সহজ বাংলায় দৌড়ের উপর আছি।

ব্লগে বসতে পারি না। মনটা আনচান করে। আজ একটু ফাঁক পেয়ে উঁকি মারলাম। আপনারা ভাল আছেনতো ? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.