শুনেছি জীবনের অনেক রং, অনেক সুর, অনেক স্বাদ পিছনে তাকাইনি কখনো গুণিনি কত কষ্ট, কত দুঃখ, কত অবসাদ; তবু বুকে রয়ে গেছে বাঁশি, বৃষ্টি ভেজা সুর, বেলীফুল শক্ত হাতে ফসল ফলাতে গিয়ে ভুলে গিয়েছি বুকটা পলিমাটির মতো কোমল ।। দেখেছি পৃথিবীর নিষ্ঠুরতা, অপমাণ আর নীরব অশ্রুপাত আকাশের দিকে তাকাইনি দেখিনি ভরা চাঁদ, নক্ষত্র, নীল রাত; তবু কেন ভালোবাসা হয়ে গেছে শিহরণ, শুদ্ধদৃষ্টি, শিশির রূদ্ধশ্বাসে পথ চলতে গিয়ে ভুলে গিয়েছি দূর থেকে ডাকে ঘর শান্ত-সুনিবিড় ।। রিয়া হাবিব লন্ডন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।