বসে বসে একা একা দূর আকাশে মেলেছি পাখা
ধীরে ধীরে খুব ধীরে
নিজেকে হারায়েছি নিজেরই অজান্তে,
সঞ্চিত সবকিছু সখা
লুটায়ে দিয়েছি তোমারই পায়ে নির্লিপ্তে। ।
কখন যে সমর্পিত হয়েছি
আমি তোমারই মাঝে,
পারিনি সখা পারিনি বুঝিতে
অলস সকাল-সন্ধ্যা সাঁঝে। ।
উপলব্ধি মম করিতেছে তব
তুমি যে আমার সুখ সমুদ্রের ঢেউ,
তব বিনা এই ধরণীতে আর
নাইবা সখা মোর কেউ।
।
ওগো... তোমারি তরে খেলিতে খেলিতে
ক্ষণে ক্ষণে আমি উঠি গো হাসি,
সুখ সমুদ্রের ঢেউ এর উপর আমি যেন
ছড়িয়ে থাকা উচ্ছল ফেনারাশি। ।
থামায়ো নাকো থামায়ো না সখা
তোমার খেলার ছন্দ তাল,
তোমারই মাঝে সৃষ্টি জেনো
তোমারই মাঝে বিনাশ কাল। ।
অ.টঃ কবিতাটি ব্লগের পথচলার প্রথম দিকে একবার পোস্ট করেছিলাম,
সামুর বাগ আমার কবিতাটি গিলে ফেলেছে,তাই আবার পোস্ট করলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।