আমাদের কথা খুঁজে নিন

   

উপলব্ধি

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

এক কালকে কি রোদ উঠবে এমন দগ্ধতার দিনেও যার চিবুক ছুঁয়ে আছে কালো তিলের সমুদ্র পাখি আজকের চিহ্ন - অভিসার তাকে কি সূর্য উঠার মুহূর্তে নিয়ে যাবে বালুঘড়ির দেশে রাক্ষসেরা যেখানে মুখের ঘ্রাণ পেয়ে একে একে বের হয়ে আসবে ঝড়ের সর্পিল-ঘূর্ণিতে সকল উগ্রতা ও আগ্রহের নাভিতে বৃষ্টির শব্দে স্নায়ুকোষে বেড়ে উঠবে শুধু তাপ উদ্ভাবনের নকশা কারো কারো গোপন উরুতে জ্বলে উঠবে আলাভোলা বাতিঘর দুই কখনও নিভে যাবেনা আলোর শলাকা বেয়ে শতবছরের হরমোনে ফুটে উঠবে মূর্ত কামনা তৃষ্ণার বাকলে জলাশয়ের ছায়া ভেসে উঁকি দিবে পাথরের নিচ থেকে বের হয়ে আসবে সবুজ ঘাসের মুখ আমরা মুখে মুখে মুখ ঘষে তুলে ফেলবো সকল যন্ত্রণা


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।