আমাদের কথা খুঁজে নিন

   

উপলব্ধি

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

উপলব্ধি -আবু মকসুদ আকাশমণির উপরে থমকে থাকা মেঘ অন্ধকার মরুদ্যানে ব্যস্ত কুশীলব উপশমের দুরাশা, শীৎকারে রুগ্ন মানুষ বয়স্ক উনুন পোড়ায় গাছের বাকল যে নতজানু, সেও যায় অন্য শিবিরে কিংবা বিক্রীত হয় কাগজের টাকায় বিবর্ণ দেয়াল লিখে গাছের মরণ পাখিদেরও বাসনা পেতে কচ্ছপের প্রাণ বাতাসের ছোঁয়া পেয়ে জাগে সকাল দক্ষিণে হাঁটায় উঠে অনিশ্চয়তায় পর্দা পথের পরিচয় বাবুয়ের শিল্পীত সূচীকর্ম সবলকিশোর যায় শিলং পাহাড়ে অশ্রুরে মাড়িয়ে মাখি পৃত্থীর ধুলি আহা মায়া! জমানোতে সিকি আধুলি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।