আমাদের কথা খুঁজে নিন

   

রিকশা চালিয়ে অলিম্পিকের আসরে

শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসেছিল এই মহাযজ্ঞের আসরের অংশ হতে। কিন্তু কেউ কি রিকশা চালিয়ে অলিম্পিক দেখতে এসেছেন? মনে হয় না। গাড়ি, বিমান, ট্রেনে, বাসে করে বিভিন্ন সময় সবাই আসছেন অলিম্পিক দেখতে। কিন্তু চিন থেকে রিকশা চালিয়ে অলিম্পিক দেখতে লন্ডনে হয়তো এই প্রথম কেউ এলেন।

এই অভাবনীয় ঘটনাটি ঘটিয়েছেন চীনের চেন গুয়ানমিং। ৫৭ বছর বয়সি এই ব্যক্তি পেশায় কৃষক। তার জীবনের একটিই নেশা। অন্যরকম কিছু করে দেখানোর। আর তিনি ঠিক তা-ই করলেন।

গত দু’বছর ধরে ১৬টি দেশ ঘুরে লন্ডনে এসেছেন তিনি। চেন গুয়ানমিং যখন ১৬টি দেশ অতিক্রম করছিলেন, তখন তিনি দেখেছেন থাইল্যান্ডের বন্যা, তিব্বত, বরফে ঢাকা তুরস্ক, পাকিসস্তান, ইতালি। দু’বছরের তার এই সফরের আগে তিনি কখনো চীনের বাইরে পা রাখেননি। তবে এই অভাবনীয় কাণ্ডটি ঘটিয়ে ফেলেই থমকে যাচ্ছেন না ৫৭ বছর বয়সি গুয়ানমিং। তার আরো একটি সুপ্ত বাসনা ছিল।

লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানটিকে চাক্ষুস দেখা। তবে এই অদ্ভুত ঘটনাটি ঘটিয়ে ফেলে তিনি কোনো পুরস্কারের আশা রাখেন না। তিনি খুশি, কারণ লন্ডনের মতো সুন্দর শহরে তিনি আসতে পেরেছেন। যদিও লন্ডনই তার শেষ লক্ষ্য নয়। এ বার এখান থেকে চেন যাবেন আমেরিকা, কানাডা হয়ে ব্রাজিলে।

রিও গেমসও দেখার তার ইচ্ছে আছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।