সুবিনয় মুস্তফীর কথা মনে পড়ে এই হেমন্তের রাতে
রিকশা এবং প্রস্টিটিউট
মোড় পেরুনো রিকশাটা চলে যাচ্ছে
আরো সামনে-
হয়তো তেমাথায় যাবে কেউ
কিংবা আরো কিছু সামনে
যেখানটায় ভিড়বাট্টা ফুঁড়ে একটা চৌকস সার্কাস শহর।
রুগ্নভাবে দাঁড়িয়ে থাকে সেলুন ও তার সেলুনিয় অন্ধকার।
রিকশা-আরোহিনী এইসময়ে আড়াআড়ি পা তুলে বসলে
চকিতে শোকেসে ঢুকে পড়ে একটা লাল পেটিকোট
তার অধ:স্তন কালো রঙ সমেত রোদের মতন আবহাওয়ায়
ছোপ ছোপ ব্লাউজে থাকে কটাক্ষ ফুটপাথের।
উচ্চকিত পান-রসে তারা পাছা মেলে দেখিয়ে দেয় সামাজিক ছাড়পত্র।
ক্ষতমুখ আঁইশের মতো ঠোঁটে তবু পিছলে যায় সহস্র এঁটো মহাকাল,
আকাশে পাতানো একটা ওভারব্রীজ এবং এরকম আরো কিছু সুরম্য বিষয়।
----
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।