www.runews.weebly.com
আজ দুদিদন সকাল বেলা ভিজতে ভিজতে অফিস আসতে হলো। গতকাল তো একেবারে কাকভেজা। আজ বৃষ্টি কম ছিলো তাই রক্ষে। অন্যদিনগুলো তো বটেই, বৃষ্টির দিনে রিকশা পাওয়া সবচেয়ে দুষ্কর। তাই রাগ করে গতকাল অফিস থেকে পায়ে হেটে বাড়ি ফিরেছি।
কিন্তু এটা তো সমাধান নয়। ঢাকা শহরের মত জমিদার রিকশাওয়ালা গোটা বিশ্বের কোথাও আছে কিনা আমার সন্দেহ। রাস্তার মোড়ে দাড়িয়ে আছে। জিজ্ঞাসা করলাম,
যাবেন নাকি?
কই যাবেন?
হাউজিং লিমিটেড।
কয় নম্বর?
দুই নম্বর।
ওইদিকে যামুনা।
তাইলে জিগাইলা ক্যান?
যামুনা। বলে চলে গেল। মেজাজটা কেমন হয়?
আর বৃষ্টির দিনে আপনি যেখানেই যেতে চান, উত্তর যামুনা।
আমি আর আমার এক বড়ভাই একসাথে আসি।
কাছাকাছি অফিস। কদিন উনিতো ইমোশোনালী ব্ল্যাকমেইল করে রিকশায় আসা যাওয়া করলেন। কিন্তু আমার তো
মাঝেমধ্যে রাগে মাথায় আগুন ধরে যায়। ইচ্ছে করে লাঠিপেটা করি। কিন্তু পারি না।
তাই ভাবছি একটা রিকশাই কিনে ফেলবো কিনা। রিকশার পেছনে লেখা থাকবে 'প্রাইভেট'।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।