আমি অবশ্যই সঠিক পথে হেঁটেছি, যে পথে আমি শত সহস্র মানুষের পেছনে হেঁটেছি। তুমি কি জানো আমি আজও অপেক্ষায় আছি। তোমার একটা SmS এর আশায়। আমি অপেক্ষায় আছি কোন সকালে ঘুম থেকে উঠে দেখবো ঘুম থেকে জাগার অনেক আগেই তুমি আমায় SmS করে বলেছো “” I m sry. Tumi kalke shokale 10 tai oporajeo bangalar shamne thakba eka. R suno 1 minit deri hoile kintu bujba ! আমি সত্যি বলছি " তুমি যদি বলো আমি আবার সেই সাদা আংটি টা নিয়ে হাজির হয়ে যাবো, কানে ধরে বলছি সেদিন আর অপেক্ষা করতে হবে না তোমায়। আমি চাই তুমি আবার প্রান উচ্ছলতায় বল " নাও আংটি টা কোন হাতের কোন আঙুলে পরাবে পরাও!" তুমি হয়তো জানো না আমার সেই আংটি টা তুমি হাতে পরে ফেরত দেবার পর তা আমার কাছে তোমার আমানত হিসাবে গচ্ছিত হয়ে গেছে। তুমি তোমার আমানত নিয়ে আমায় মুক্ত করো। Plz……………….plz……………………plz………………………….!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।