আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিকরা কেমুন?

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

আসলেই ভাই সাংবাদিকরা কেমুন? আমি বুঝ পাইনা। যখন তারা নিজেদের সম্পর্কে বলে তখন মনে লয় তারা যা কয় ওহী নাজেল হইছে মনে লয়। কিন্তু তারা কি কয়? আসেন দেখি! "মো. আরাফাতুল ইসলাম বলেছেন : ২০০৭-০৮-০৩ ২০:৪০:৫৩ উদাসী স্বপ্ন @ আমি ভুল বলিনি। আর মোবাইল অপারেটরের বিরুদ্ধে পানিতে নামা হয়েছে, অনেকবার গোসলও করা হয়েছে।

আমাদের লেখালেখির তোড়েই বিটিআরসিতে টিকতে পারে নাই জামায়াতের আমলা ওমর ফারুক। আমাদের লেখালেখি'র জন্যই এখন পর্যন্ত মোবাইল অপারেটররা ভিওআইপি লাইসেন্স থেকে বঞ্চিত আছে। আমাদের লেখালেখিতেই সরকার বাধ্য হয়ে অবৈধ ভিওআইপি বন্ধে উদ্যোগ নিয়েছে। এবার বলি কিভাবে মোবাইল অপারেটরদের কাছে জিম্মি সরকার। অবৈধ ভিওআইপি'র অভিযোগ প্রমানিত হওয়ার পরও একটা মোবাইল অপারেটররেও লাইসেন্স বাতিল করতে পারে নি সরকার।

অথচ বাংলাদেশী দুইটি আইএসপি'র লাইসেন্স বাতিল করেছে একই অপরাধে। অভিযোগ প্রমানিত হওয়ার পরও এখন পর্যন্ত কোন মোবাইল অপারেটরের কাছ থেকে শত কোটি টাকা জরিমানা আদায় করতে পারে নাই সরকার। অথচ স্থানীয় পিএসটিএনদের কাছ থেকে একই অভিযোগে ঠিকই কোটি কোটি টাকা জরিমানা আদায় করছে। এজন্যই বলেছি রাষ্ট্র শাসকরা জিম্মি। আপনি কোন মন্ত্রীর চামচা ছিলেন জানিনা।

তবে মন্তব্য করার আগে লেখকের সম্পর্কে একটু খোঁজ নেবেন দয়া করে। রাস্তার পাগলরাও ভালো ভালো স্লগ দিতে পারে। কিন্তু সেগুলো বাস্তবতার সাথে খাপ খায় না। আপনার অবস্থাও সেরকম মনে হচ্ছে। আমি সম্ভবত কারো কাছে জিম্মি না।

এজন্যই মাথা উচিয়ে কথা বলতে পারি। জিম্মি হচ্ছেন আপনারা, যে কারনে কথা বলতে আপনাদের ছদ্দবাস নিতে হয়। " উপরোক্ত কমেন্টে এক জায়গায় উনি লিখেছেন,"আপনি কোন মন্ত্রীর চামচা ছিলেন জানিনা। তবে মন্তব্য করার আগে লেখকের সম্পর্কে একটু খোঁজ নেবেন দয়া করে। রাস্তার পাগলরাও ভালো ভালো স্লগ দিতে পারে।

" ভাইয়েরা আমার বোনেরা আপনার, একটা কথা বলি আজ পর্যন্ত যেকটা টিভি চ্যানেল হইয়াছে আমরা জানি তাহা কাহার দ্বারা পরিচালিত। ধইরা নিলাম আমি মন্ত্রির চামচা,হইতেই পারি আমার কাজ ইন্জিনিয়ারদের কাজ, কোথাও বলা হয় নাই মালিক দেইখা কাজ করো, বলা হয় যন্তর দেইখা কাজ কর। তাও যখন দেখি অনৈতিক কার্য কলাপে যুক্ত, ঐ মন্ত্রির চাকরির পশ্চাতে বহুত আগেই লাথি মারিয়াছি। কিন্তু আমাদের মহান সাংবাদিক সম্প্রদায়ের অনেক কাংশ মাত্র মাসিক ৮-থাকে ১২ হাজার টাকার জন্য পাচাটা কুত্তার মতো খাটিতেছে। আসলে কথায় আছে না টাকার কাছে ভগবান বিকতে বাধ্য,আর সাংবাদিক চ্যালা চামুন্ডা।

উনি উনার কমেন্টে আরেক জায়গায় ইরশাদ করেছেন, "আমাদের লেখালেখির তোড়েই বিটিআরসিতে টিকতে পারে নাই জামায়াতের আমলা ওমর ফারুক। " আহ! ব্যাপারটা এরকম ছিলো উনার ক্ষেত্রে, রুগী মরিয়া গেল ডাক্তার আসিয়া অনেক পরীক্ষা নিরীক্ষা করিয়া আবিকার করিল রুগী মরিয়াছে। ওমর ফারুক পূর্ববর্তী তত্তাবধায়ক সরকার আসার পরও পুনঃনিয়োগ পাইয়াছিলেন। তারপর কিছু মন্ত্রির টিভি চ্যানেলে অসমাপ্ত লাইসেন্স এর কাজ সম্পন্ন করার জন্য। এখানে এমন একটা টিভি লাইসেন্স ছিলো যারা প্রথমে আইএসপি পরে ফ্রিকোয়েন্সির বরাদ্দের জন্য পরে মালপত্র খালাস করতে কিছু কাগজ যোগার করার জন্য।

পরে যখন সামরিক শাসনের তত্তাবধায়ক সরকার আসলেন তখনই কেবল উনাকে অপসারন করার কথা মনে পরিতেছে। যাই হোক আমার কমেন্টে উক্ত সাংবাদিককে ব্যাক্তিগত আক্রমন করি নাই। কিন্তু মহান পেশার মহান সাংবাদিক বলেছেন আমি নাকি রাস্তার পুলা। আমি স্বীকার করি আমি রাস্তার পোলা কারন ডাটা ট্রান্সমিশন এজ কানেক্টিভিটি আর নেট ওয়ার্ক স্ট্রেন্হ বা টেমস করার জন্য আমাকে রাস্তাতেই ঘুরতে হয়। আর আজকাল দরিদ্র ছেলেরাও যা এগিয়ে যাচ্ছে হাইটেক কাজের প্রতি এটা কি একটা দেশের জন্য ইতিবাচক নয়? আরাফাত ভাই মাথার চুল কমলেই বুদ্ধি বাড়ে না।

মহান সাংবাদিক পেশা কি মহান কাজ করতে পারে সামান্য টাকার জন্য এটা আমার চেয়ে বোলগ বাসী ভালই জানে। আর টিভি আর সংগ্রামে বা জনকন্ঠ পরলে তো দেশবাসী জানে! আপনি মহান থাকেন! * উনি আমারে ব্যান করছেন আর কমেন্ট খানা মুইছাও দিছেন যেখানে বলেছিলাম থ্রিজি টেকনোলজিকে কিভাবে বিটিআরসি হুমকি মুখে ঠেলে দিয়েছেন। কিন্তু উনি মুছে দিয়ে প্রমান করেছেন উনার ঘি সহ্য হয় না, কারন উনি বুঝেই নাই বিটিআরসি কিভাবে থ্রি জির পুরা চ্যানেল অ্যলোকেশন নষ্ট করেছে! মাখন কারে কয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.