আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিকরা খারাপ....



অনেকের কাছে বলতে শুনি সাংবাদিকরা খারাপ। অনেক কিছুই তারা জানে কিন্তু লেখে না। আবার কাউকে বিপদে ফেলার জন্য মিথ্যা যাহোক একটা লিখে দেয়। এরকম অনেক অভিযোগ আমরা সাংবাদিকরা প্রায়ই শুনি। কথাগুলো হয়তো কিছু ক্ষেত্রে ঠিকও।

তবুও যারা এসব কথা বলেন তারা কি কখনো ভেবে দেখেছেন একজন সাংবাদিক যে রিপোর্ট করেন তার উপর কি পরিমান ছুরি-কাঁচি চলে? কোনটি ছাপা হবে সেটা সংশ্লিষ্ট রিপোর্টার বা সহ-সম্পাদকের উপর নির্ভর করেনা এটা কি অভিযোগকারীরা জানেন? অভিাযোকারীরা কি এটাও জানেন যে অফিসের হর্তাকর্তাদের জন্য একজন প্রতিবেদককে অর্ডারি মাল সাপ্লাই দিতে হয়? এমনও ঘটনা ঘটেছে অফিসের উপরওয়ালার কোনো খাতিরের প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিউজ করার দায়ে একজন প্রতিবেদকের চাকরি চলে গেছে। একজন সাংবাদিক প্রতিদিন কি পরিমান কষ্টের মধ্যে তার জীবন নির্বাহ করে সেটা কি সবাই জানে? সকাল-বিকেল-রাত ২৪ ঘন্টা কোনো কর্মঘন্টার হিসাব না করে একজন সাংবাদিক কতক্ষণ পরিশ্রম করেন? একজন সাংবাদিক সত্যিই জানেন কিনা আগামী মাতে তার বেতন কবে হবে? বা আদৌ হবে কিনা? এ প্রশ্নগুলোর কি কোনো উত্তর আছে? সাংবাদিকরা গার্মেন্টস কারখানার শ্রমিকদের আন্দোলনের রিপোর্ট করে, ছবি তোলে, সম্পাদনা করে। কিন্তু সে কখনো একই দাবিতে রাস্তায় নামতে পারেনা। পারেনা তার অর্থনৈতিক অসুবিধার কথা জোর গলায় বলতে। পারেনা তার কয়েক মাসের বাকি থাকা বেতনের দাবি করতে।

পারেনা সরকার ঘোষিত মজুরি কাঠামো দাবি করতে। (যদিও কাগজে কলমে অনেক সংবাদ প্রতিষ্ঠান সরকারি ঘোষণা মেনে চলে। তাও সেটা সরকারি বিজ্ঞাপনের নির্ধারিত মূল্যের জন্য। আর যারা প্রকৃতঅর্থেই সরকার ঘোষিত মজুরি কাঠামো মেনে চলে তারা কতটুকু মেনে চলে?) অফিসের উপরওয়ালা সাংবাদিকদের কাছে জানতে চাই বলুনতো কবে থেকে আপনারা আপনার অফিসের নিম্ম পদস্থদের কষ্ট বুঝবেন? কবে মালিকের কাছে আপনারা সবার দাবি নিয়ে যাবেন? জানি আপনারও একদিন কষ্ট করেছেন। এরপর উপরওয়ালা হয়েছেন।

কিন্তু তাই বলে কি আপনাদের উত্তরসূরীদেরও আপনাদের ওপর ঘটে যাওয়া অন্যায় সহ্য করতে হবে? এতকিছুর পরও সাংবাদিকরা কাজ করছেন। করবেন। কারণ সাংবাদিকরাতো সাংবাদিক। মানুষ না। তাদের কিছু চাওয়ার নেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.