আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিকরা কি আসলেই জাতির বিবেক ????

বৃষ্টি যেরকম আসতে আসতে ফিরে যায়..তেমনি বৃষ্টির মতো আমিও ফিরেছি বহুবার... অনেকেই বলেন,সাংবাদিকরা জাতির বিবেক ! এটা কি ঠিক ?? আমার মনে হয় এটা সর্বাংশে সত্য নয়,আংশিক সত্য। আমার যুক্তি হলো,একজন অপসাংবাদিক,হলুদ সাংবাদিক,দলবাজ সাংবাদিক আর পক্ষপাতদুষ্ট সাংবাদিক কি জাতির বিবেক হতে পারে ?? কখনই নয়। আর সাংবাদিকরা যে, যা ইচ্ছে তাই লিখে,যার তার সম্পর্কে বিশেষজ্ঞ মতামত দেয়,এটাও তো সব সময় সত্যি হয়না। সাংবাদিকদের অনেকেই রিপোর্ট লেখার সময় মনে করে তার চেয়ে বেশি কেউ বোঝেনা,পাঠকরা সব মূর্খ ! এর ব্যর্থতার দায় কার ? সাম্প্রতিক বছরগুলোতে আবার দেশের অনেক ব্যবসায়ীগোষ্ঠী পত্রিকা,টিভিচ্যানেল,অনলাইন সংবাদপত্র খুলছে। এরা নিজেদের ব্যবসায়ীক স্বার্থ এবং বিরোধে নিজের মালিকানাধীন মিডিয়াকে ব্যবহার করছে।

আবার এনজিওরাও নানাভাবে মিডিয়ার সাথে সম্পৃক্ত হচ্ছে,তারা দাতাদের ইচ্ছেমতো জনমতকে প্রভাবিত করার জন্য গনমাধ্যমকে প্রভাবিত করছে। কোন কোন মিডিয়া আর বিশেষ বিশেষ দেশের বা গোষ্ঠীর স্বার্থরক্ষায় কাজ করছে (উইকিলিকিস এর ডকুমেন্টে বাংলাদেশের মিডিয়ার রাজনৈতিক অবস্থান নিয়ে যে কমেন্ট করা হয়েছে কোন মিডিয়া হাউজই কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করেনি)। উইকিলিকস এর ডকুমেন্টে রাজনীতিবিদ সম্পর্কে কমেন্টস নিয়ে পত্রিকাগুলো পাতার পর পাতা লিখে যাচ্ছে,কিন্তু নিজেদের বেলায় চুপচাপ !এটা কি জাতির বিবেক হওয়ার নমুনা ? আর সাংবাদিকদের দলবাজির নমুনা তো প্রতিনিয়ই দেখছি। জাতীয়তাবাদী সাংবাদিক,আওয়ামী সাংবাদিক,জামাতি সাংবাদিকের ভীড়ে আসল ‘সাংবাদিক’রাই নাই হয়ে গেছে। প্রতিটি মানুষের রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারে,তাই বলে সেই বিশ্বাসের চেতনায় উজ্জীবিত সংবাদ পাঠকের সাথে প্রতারণা ছাড়া কিইবা হতে পারে ! একজন মোনাজাতউদ্দিন,একজন সন্তোষগুপ্ত,শামসুর রহমান কেবল দের অভাব দিনে দিনে বাড়ছে।

চাকচিক্যের এই সময়ে নতুন প্রজন্মের যেইসব যুবারা লোভনীয় সব পেশা ছেড়ে সাংবাদিকতায় আসছে,তাদের সাধুবাদ জানাই। নিশ্চয়ই একদিন আপনাদের যোগ্য পথ চলায় উজ্জ্বল হবে এই দেশের সাংবাদিকতা। নবীন-প্রবীণের জয়গানে সত্যি সত্যিই একদিন সাংবাদিকরা সবাই সত্যিকার অর্থেই জাতির বিবেক হয়ে উঠবে এমন প্রত্যাশা তো পাঠকমাত্রই করে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.