I am a published writer in Bangladesh. I wrote 74 novels and published them. My first novel was published in 1986 (পূর্ব প্রকাশিতের পর...........)
'ঠিক বলেছো। ' আমি বললাম। 'তোমার কি মনে পড়ে আজ থেকে অনেক বছর আগে তুমি আমাকে কি বলেছিলে?'
তানিয়া আমার কথার জবাব দিতে গিয়েও কি মনে করে কথাটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে গেল। 'আরও অনেক কিছুই আছে যা আমার মনে পড়ে। তুমি তখন সবে মাত্র চোদ্দ কি তের।
আমার পিছন পিছন ঘুরতে আর বাথরুমে যাবার পথে আমাকে অন্ধকারে জড়িয়ে ধরে তোমার বাসনা মিটাতে চাইতে। '
'ভুল। ' আমি বললাম। 'সেই সময়ে আমার মানসিক আবেগ অত্যন্ত তীব্র পর্যায়ে ছিলো। এধরনের চিন্তা আমার মাথায় আসেনি তখন।
আমার মনের কথাটা তোমাকে বলতে চাইতাম কেবল। '
'আমি বিশ্বাস করিনা। সব পুরুষমানুষ একই রকম কেবল খাই খাই করে। ' তানিয়া হেসে বললো।
'তোমার জীবনে অনেক অভিজ্ঞতা আছে বলে মনে হচ্ছে।
'
'অনেক। '
'আমার জানতে ইচ্ছে করছে তানিয়া, তুমি কিভাবে এই পথে এলে। আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী আর পড়াশোনায় সবচেয়ে ভালো ছিলে তুমি!'
তানিয়া একটা দীর্ঘশ্বাস ফেললো,'সে অনেক কথা। পরে একসময় বলবো। এখন তোমার এতোটা ধৈর্য ধরবেনা।
তুমি এখন আমাকে পেতে চাইছো। '
'এটাও ভুল বললে তানিয়া। তোমার টাকার দরকার তুমি নেবে। আর আমার যা দরকার তা কি তুমি দেবে?'
'অবশ্যই এটাই তো নিয়ম। ' তানিয়া বড় বড় চোখে আমার দিকে তাকালো।
'বলতো কি চাও তুমি। '
'আমি শুনতে চাই কিভাবে এই পথে এলে তুমি। '
'এটাই কি তোমার চাওয়া টাকার বিনিময়ে?'
'হ্যাঁ, এটাই আমার চাওয়া টাকার বিনিময়ে। '
তানিয়া আমার অফিসের জানালা দিয়ে বাইরে তাকালো,'এই জন্যেই কি তুমি আজ দুপুরে তোমার অফিসের সব কর্মচারীকে ছুটি দিয়ে দিয়েছো?'
'ওইযে তুমি বললে পৃথিবীর সব পুরুষ মানুষ একই রকম। এবার তো প্রমান পেলে আমি কিছুটা হলেও আলাদা?'
তানিয়া হাসলো,'পেলাম।
'
'একটা কথা না জিজ্ঞেস করে পারছিনা তানিয়া। তোমার কি খুব ছোট বেলাতেই বিয়ে হয়েছিলো?'
'হ্যাঁ, উনিশ বছর বয়সে আমার বিয়ে হয়ে যায় তবে তার আগেই আমার সব শেষ হয়েছিলো। '
আমি এবার কৌতুহলী হয়ে উঠলাম। ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলাম,'তুমি বলতে চাইছো ওই অল্প বয়সে তুমি বখে গিয়েছিলে?'
'ঠিক তা নয়। আমি নিজে বখে যাইনি।
আমাকে এই পথে টেনে আনা হয়েছিলো। আমি বুঝতে পারিনি। তুমি তো আমাদের স্কুলের সুমন স্যারকে চিনতে। আমাদের অংকের টিচার ছিল। '
'হ্যাঁ, বেশ স্পষ্ট মনে পড়ে তার কথা।
'
'আমি তার কাছে প্রাইভেট পড়তাম। '
'তারপর?'
'একদিন আমি দুপুরে তার কাছে প্রাইভেট পড়তে গেছি দেখি স্যার তার অন্যান্য বন্ধু বান্ধবের সাথে তাস খেলছেন। পরীক্ষার বেশী বাকি নেই। পড়া মিস দেয়া যাবেনা তাই আমি ড্রইংরুম পার হয়ে স্যারের বেড রুমে চলে গেলাম। '
(চলবে.........) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।