আমাদের কথা খুঁজে নিন

   

তানিয়া ৩

I am a published writer in Bangladesh. I wrote 74 novels and published them. My first novel was published in 1986 তানিয়ার আচরনে অন্যরকম একটা ভাব। আমি আড়চোখে দেখতে লাগলাম ওকে। ও অবশ্য আমার দিকে তাকিয়ে নেই। ও ঘুরেঘুরে দেখছে আমার অফিসের চারপাশ আর ওর চোখদুটোতে ফুটে উঠছে লোভ আর একধরনের হিংস্র ভয়াবহতা। হয়তঃ আমার কাছে তা মনে হচ্ছে যে সে নাগিনীর চেয়েও ভয়ানক আর তাই তার চোখে যে সর্পিল একটা ভাব থাকবে সেটাই স্বাভাবিক।

সেটা নাও হতে পারে। এরকমও হতে পাওে যে তানিয়া আমার অফিসটা দেখে একটা গর্ব অনুভব করছে। একসময় তার ক্লাস ফ্রেন্ড ছিলাম এজন্য ও কি একটুও অহংকার বোধ করবেনা? 'আচ্ছা, তোমার এখানে কি কোন ব্যবস্থা নেই?' হঠাৎ বললো তানিয়া। 'ব্যবস্থা মানে?' আমি অবাক। 'ধরো কিছু খাওয়া বা পান করা....।

' 'মানে তুমি বলতে চাইছো যে....। ' আমাকে শেষ করতে না দিয়ে তানিয়া বললো, 'আমি যেখানেই গেছি সেখানেই দেখেছি একটা রুম কর্নার বার আছে বা রুমে কিছু খাবার ব্যবস্থা থাকে। ' 'কোথায় দেখেছো?' বললাম বটে কিন্তু মনে মনে এর উত্তর একটা দাঁড় করিয়ে ফেলেছি আমি। কিছুটা অনুমান করতে পারছি। তানিয়া হাসলো,'এইতো, যাদের কাছে যাই।

' 'কাদের কাছে?' তানিয়া উত্তর না দিয়ে বললো,'আমি জনি ওয়াকারের ভক্ত। ' 'আমি মদ খাইনা। ' বললাম,'সিগারেট পর্যন্ত খাবার অভ্যাস হয়নি। ' তানিয়া আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। মনে হচ্ছে আমার দিকে নয় কোন একটা পোকার দিকে তাকিয়ে আছে সে।

আমি যেন একটা বিশাল পোকা। ও এগিয়ে এলো আমার দিকে। আমার দিকে পরিপুর্ন দৃষ্টিতে তাকালো,'তাহলে আমাকে আসতে বললে কেন?' 'আসতে বললাম কারন তোমার সাথে আমার বহুদিন দেখা হয়নি। আর এই মুহুর্তে তোমাকে দেখে আমার বেশ ভালো লাগছে। ' 'সত্যি বলছো?' তানিয়া এগিয়ে এসে আমার একটা হাত ধরলো।

ওর চোখে মাদকতা। 'তোমার টাকা প্রয়োজন তাই তোমাকে আসতে বলেছিলাম। ' আমি বললাম। ও বললো,'আর তোমার প্রয়োজন আমাকে,ঠিক?' 'প্রতিটা পুরুষ মানুষের একটা না একটা নারীকে প্রয়োজন। ' 'আমি তো তোমার জন্য আছিই।

তোমার সব প্রয়োজন আমি মিটিয়ে দেবো। ' আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম,'যে প্রয়োজনটা হয়েছিলো প্রায় সতেরো বছর আগে সেই প্রয়োজনটা কি এখন মিটানো যায়? তানিয়া বললো,'এই প্রয়োজনটা অসীম। এর কোন সীমা পরিসীমা নেই। তুমি যেমন খিদে পেলে খাও, এটাও তেমন এক খিদে যার কোন সীমা পরিসীমা নেই....। ' (চলবে...........) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.