আমাদের কথা খুঁজে নিন

   

মেঘের দেশে মেঘমালা ........... তানিয়া হাসান খান

আকাশ জুড়ে মেঘ করেছে, মেঘ করেছে আমার মনেও, তুমি আমার মন দেখনি মেঘের সাথে ? উড়ে বেড়ায় সকাল-সন্ধ্যা-রাতে ! তুমি আসবে যখন মেঘের দেশে, মেঘগুলি সব সাজবে নিরুদ্দেশে । মেঘের মালায় সাজব তখন আমি, মেঘ বলাকা দেখতে পাবে তুমি । মেঘের আড়াল হয়ে বুঝি তবে, বলবে আজ এথায় ঝুম বৃষ্টি হবে। মেঘ শীতলে জন্মে শত আশা, গড়ে সেথায় আবাস ভালবাসা । মেঘের বাড়ির ঠিকানা তোমায় দিলে, উড়ে এসো মেঘের ডানার ভরে। প্রতি প্রহর দিলেম আমি মেঘের কোলে তুলে, তোমায় স্বরে তাই বলেই তো মেঘ গর্জন করে । তানিয়া হাসান খান সময় : ১০:১১ রাত্রি তারিখ : ১৫।৬। ১২ ইং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।