আমাদের কথা খুঁজে নিন

   

তানিয়া ২

I am a published writer in Bangladesh. I wrote 74 novels and published them. My first novel was published in 1986 আমি জানতাম ওই আসবে। হাঁ, তানিয়াই এসেছে। আমি দরজা খুলে দিলাম। এবং বিশ্ময়ে হতবাক হয়ে গেলাম। তানিয়া যদিও আগের মতো সেই লজ্জাশীলা অঝুঝ সুন্দরী নেই কিন্তু চেহারায় ফিগারে একজন ভ্যাম্প হয়ে উঠেছে।

আমার চোখের পাতা পড়েনা। আমি নির্নিমেষে তাকিয়ে থাকলাম ওর দিকে। আমাকে ওভাবে ওর দিকে চেয়ে থাকতে দেখে তানিয়া মধুর হাসি হাসলো,'আশ্চর্য তো! তুমি আমাকে চিনতে পারোনি?' 'কেন চিনতে পারবোনা? তোমাকে কিভাবে ভুলবো আমি?' আমি বললাম। 'এখানে দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে বসাবে?' সুন্দর একপাটি দাঁত দেখিয়ে হাঁসলো তানিয়া। 'কতদিন পর তোমার সাথে দেখা হলো।

' 'ভেতরে এসো। ' আমি বললাম,'চারপাশে কেউ নেই কিন্তু। ' 'আমি জানি, তুমি সবাইকে ছুটি দিয়ে দিয়েছো আমি আসবো বলে। ' 'কিভাবে জানলে?' 'সুন্দরীরা সবকিছু বুঝতে পারে। ' হ্যাঁ, সুন্দরী বটে তানিয়া।

আমার বুকের ভেতর ধকধক শুরু করলো। তানিয়া আমার রুমের ভেতর ঢুকছে। পুরো অফিসে কেউ নেই। শুধু আমি আর সে। আমার অফিসে একটা বেড আছে পাশের রুমে।

লাঞ্চ আওয়ারে একটু রেস্ট নেই আমি ওখানে। তানিয়া ভেতরে ঢুকে চারপাশে তাকালো। 'হ্যাঁ, একদম একা। খুব ভালোলাগে আমার একা থাকতে। তুমি তো দেখতে আমি সবসময় একা থাকতে পছন্দ করতাম।

কাউকে কাছে ঘেঁসতে দিতামনা। ' 'ঘেঁসতে না দিলেও একজনকে তো দিয়েছো। ' হেসে উঠলো তানিয়া। 'একজন না, বহুজন। তোমাকেও দেবো।

' ............চলবে............ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.